আর্জেন্টিনার আগেই এশিয়া সফরে আসছে ব্রাজিল, জেনে নিন ম্যাচসূচি

3 hours ago 4
এশিয়ার দেশ ভারত সফরে আসছে আর্জেন্টিনা সেটি পুরোনো খবর। তবে নতুন খবর এই যে, তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের আগেই এশিয়া সফরে আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে প্রতিপক্ষ ও সূচি। ২০২৬ সালের বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণ আগেই নিশ্চিত করেছে ব্রাজিল। বৈশ্বিক এই আসরকে সামনে রেখে নিজেদের সেরা প্রস্তুতির লক্ষ্যে আগামী অক্টোবরে এশিয়া মহাদেশে সফর করতে আসছে সেলেসাওরা। সেই সফরে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে তারা। মঙ্গলবার ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বিষয়টি নিশ্চিত করেছে। শুধু প্রতিপক্ষ নয়, চূড়ান্ত হয়েছে ম্যাচের সময়সূচিও। আগামী ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১৪ অক্টোবর টোকিওতে জাপানকে মোকাবিলা করবে সেলেসাওরা। সিবিএফের জেনারেল কোঅর্ডিনেটর রদ্রিগো কাইতানো জানান, বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে ভিন্ন ধরনের প্রতিপক্ষের মুখোমুখি হতে চায় ব্রাজিল। তিনি বলেন, 'দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচের পর আগামী নভেম্বরে আফ্রিকান এবং ২০২৬ সালের মার্চ ও জুনে শীর্ষস্থানীয় ইউরোপিয়ান দলগুলোর সঙ্গে খেলার পরিকল্পনা আমাদের রয়েছে।' বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের আর দুটি ম্যাচ বাকি আছে। আগামী ৫ সেপ্টেম্বর নিজেদের মাটিতে চিলির মুখোমুখি হবে তারা। তারপর ১০ সেপ্টেম্বর দলটি বলিভিয়ার মাঠে খেলতে নামবে।  উল্লেখ্য, আগামী বছরের ১১ জুন জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা একত্রে আয়োজন করবে ফিফা বিশ্বকাপ। ফুটবলের সর্বোচ্চ মঞ্চে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল। 
Read Entire Article