বিপিএল মাতানো ক্রিকেটারকে ‘মুক্তি’ দিলেন আইপিএল খেলা ক্রিকেটার
বিপিএলের নিয়মিত মুখ পাকিস্তানের এক সময়কার তারকা ক্রিকেটার ওয়াহাব রিয়াজ। বিপিএলে ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্সের দলে ছিলেন তিনি। শুধু বিপিএল নয়, খেলেছিলেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল)। আর সেখানেই গড়েছিলেন লজ্জার এক রেকর্ড, যা থেকে মুক্তি পেলেন আজ।
পাকিস্তানি ক্রিকেটার ওয়াহাবের চার বছর আগের ম্যাচের সঙ্গে আজকে সিপিএলের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স-সেন্ট লুসিয়া কিংসের ম্যাচটি একটি দিক থেকে মিলে গেছে। সেটিকে কাকতালীয় বললেও যেন কম বলা হবে। সে মিলটি হলো তারিখ।
বাংলাদেশ সময় আজ ভোরে সেন্ট লুসিয়ার গ্রস আইলেটে মুখোমুখি হয় সেন্ট লুসিয়া কিংস-গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। এই ম্যাচে সেন্ট লুসিয়ার পক্ষে ৪ ওভারে ৬৩ রানে এক উইকেট নেন ওশানে থমাস। আইপিএলে রাজস্থান রয়্যালসের খেলা এই ক্রিকেটার আজ নিজের ক্যারিয়ারেই অন্যতম বাজে দিন পার করেছেন।
স্বীকৃত টি-টোয়েন্টিতে সেন্ট লুসিয়ার হয়ে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ডটি এখন থমাসের দখলে। এর আগে এই বাজে রেকর্ডটি দখলে ছিল বিপিএল খেলা ওয়াহাবের। ২০২১ সালের ২৭ আগস্ট জ্যামাইকা তালাওয়াসের বিপক্ষে ৩ ওভারে ৬১ রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি তিনি। থমাসের বাজে বোলিংয়ের কল্যাণে লজ্জার রেকর্ডের শীর্ষ থেকে মুক্তি পেলেন পাক তারকা।
থমাসের বাজে রেকর্ডের দিনে অবশ্য জয় পেয়েছে তার দল সেন্ট লুসিয়া কিংস। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের দেওয়া ২০৩ রানের লক্ষ্য তাড়া করে ১১ বল হাতে রেখে ৪ উইকেটে জেতে সেন্ট লুসিয়া। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সেন্ট লুসিয়া কিংসের আকিম আগুস্তে।