আর্জেন্টিনার সাবেক সতীর্থ হলেন মিয়ামিতে মেসির নতুন কোচ

1 month ago 18

হঠাৎ করেই ইন্টার মিয়ামির দায়িত্ব ছেড়ে দিয়েছেন জেরার্ডো টাটা মার্তিনো। এরপর লিওনেল মেসির ক্লাবের কোচ কে হচ্ছেন, এ নিয়ে গুঞ্জন ছড়িয়েছে অনেক। শোনা গিয়েছিল, বার্সেলোনায় মেসির সাবেক সতীর্থ ও গত মৌসুম শেষে বার্সার কোচের পদ ছেড়ে যাওয়া জাভি হার্নান্দেসের নাম।

এরই মধ্যে খবর ছড়িয়ে পড়ে, জাভি নন, আর্জেন্টিনা দলে মেসির সাবেক সতীর্থ ও বন্ধু হাভিয়ের মাচেরানো হতে যাচ্ছেন ইন্টার মিয়ামির নতুন কোচ। সেটিই সত্য হলো। মঙ্গলবার মাচেরানোকে কোচ হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি।

শুধু আর্জেন্টিনা জাতীয় দলে নয়, বার্সেলোনাতেও মেসির সঙ্গে দীর্ঘদিন খেলেছেন মাচেরানো। মেসির সতীর্থ হিসেবে ১৯টি শিরোপা জিতেছেন ৪০ বছর বয়সী সাবেক এই ডিফেন্ডার।

এর আগে আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ এবং ২৩ দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন মাচেরানো। ৫০ ম্যাচে কোচিং করিয়ে ২৮ জয়, ১০ ড্র আর ১২ হারের স্বাদ পেয়েছেন তিনি।

এমএমআর/এমএস

Read Entire Article