আর্জেন্টিনায় ব্রাজিলের ৬১ নাগরিককে গ্রেপ্তারের নির্দেশ

2 months ago 37
ব্রাজিলের ৬১ নাগরিককে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আর্জেন্টিনার বিচার বিভাগ। ব্রাসিলিয়ায় অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এ নির্দেশনা দেওয়া হয়েছে।  শনিবার (১৬ নভেম্বর) সংবাদমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  বিচার বিভাগের একটি সূত্র এএফপিকে জানিয়েছে, আর্জেন্টিনার আদালত দেশটিতে ৬১ জন ব্রাজিলিয়ানকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। এসব ব্রাজিলিয়ানদের বিরুদ্ধে নিজেদের দেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।  আর্জেন্টিনার বিচারক ড্যানিয়েল রাফেকাস এ আদেশ দিয়েছেন। ব্রাজিলের সুপ্রিম কোর্টের অনুরোধে এ আদেশ দেওয়া হয়েছে। এসব নাগরিকদের গ্রেপ্তারের পর ব্রাজিলে প্রত্যার্পণের অনুরোধ জানিয়েছে দেশটি। কেননা বিভিন্ন মেয়াদে ব্রাজিলের আদালতে তারা দণ্ডিত হয়েছেন।  ব্রাজিলে ২০২৩ সালে প্রেসিডেন্টের প্রাসাদ, কংগ্রেস এবং সুপ্রিম কোর্টে  হামলা হয়। সাবেক ডানপন্থি নেতা জাইর বলসোনারোর হাজার হাজার সমর্থক এ হামলা চালায়। এ ঘটনায় কয়েকশ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসব আন্দোলনকারী নির্বাচনী জালিয়াতির দাবি করে বামপন্থি প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ক্ষমতাচ্যুত করতে সশস্ত্র বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছিলেন।  এর আগে গত জুনে হামলার সঙ্গে জড়িত ১৪০ জনের বেশি পলাতক ব্যক্তিদের খোঁজে আর্জেন্টিনার সহায়তা চায় ব্রাজিল। বিচার বিভাগের সূত্র জানিয়েছে, ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।  সূত্র আর জানিয়েছে, তারা আর্জেন্টিনায় যেখানেই থাকুক না কেন, তাদের গ্রেপ্তার করা হবে এবং প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু করার জন্য বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। এর আগে চলতি বছরের অক্টোবরে রিফিউজি আইন পরিবর্তন করেছে আর্জেন্টিনা। দেশটির আইনের এ পরিবর্তনের ফলে অভিযুক্তদের নিজ দেশে প্রত্যর্পণ করা যাবে। 
Read Entire Article