আল আহলির বিপক্ষে ড্র দিয়ে ক্লাব বিশ্বকাপ শুরু মেসিদের

2 months ago 64

ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫-এর নতুন যুগ শুরু হলো গোলশূন্য এক লড়াই দিয়ে। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ৬০ হাজারের বেশি দর্শকের সামনে স্বাগতিক ইন্টার মিয়ামি এবং মিশরের আল আহলি ম্যাচটি ০-০ গোলে ড্র করে মাঠ ছাড়ে।

ম্যাচের শুরুর দিকেই প্রভাব বিস্তার করে আল আহলি। অষ্টম মিনিটে ইমাম আশুর একা চলে গিয়েছিলেন গোলের সামনে, তবে লক্ষ্যভেদে ব্যর্থ হন। ৩০ মিনিটে ওয়েসাম আবু আলির শট জালে গেলেও অফসাইডের কারণে বাতিল হয়। প্রথমার্ধের সবচেয়ে বড় সুযোগ আসে বিরতির ঠিক আগে, যখন ট্রেজেগে পেনাল্টি নেন। কিন্তু সেখানেও বাধা হয়ে দাঁড়ান ইন্টার মিয়ামির ৩৮ বছর বয়সী গোলরক্ষক অস্কার উস্তারি।

লিওনেল মেসি আর লুইস সুয়ারেজের মতো তারকারা দলে থাকলেও, রাতটা ছিল গোলরক্ষক উস্তারির। প্রথমার্ধে চারটি গুরুত্বপূর্ণ সেভ করার পাশাপাশি, ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে পেনাল্টি ঠেকিয়ে দেন তিনি। ২০২২ সালের পর এই প্রথম পেনাল্টি ঠেকালেন অভিজ্ঞ এই গোলরক্ষক।

উস্তারির পারফরম্যান্সেই ম্যাচ বাঁচায় মিয়ামি। ম্যাচজুড়ে তিনি আটটি সেভ করেন, যেখানে ইন্টার মিয়ামির গোলমুখী শট ছিল মাত্র পাঁচটি। জানুয়ারিতে ড্রেক ক্যালেন্ডারের চোটের পর মূল একাদশে জায়গা পাওয়া এই দুইবারের আর্জেন্টাইন জাতীয় দলে খেলা গোলরক্ষক প্রমাণ করেছেন—বয়স শুধুই সংখ্যা।

এদিকে আর্জেন্টিনার হয়ে কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে খেলার মাত্র চার দিন পর মাঠে নামেন মেসি। দ্বিতীয়ার্ধে বেশ কিছু দৃষ্টিনন্দন মুহূর্ত তৈরি করেন তিনি। একটি ফ্রি-কিকে গোলের খুব কাছাকাছি চলে যান, শেষ সময়ে তার একটি চমৎকার হেড সেভ করেন আল আহলি গোলরক্ষক এবং ইনজুরি টাইমে তার এক শট লাগে ক্রসবারে।

প্রথমার্ধে মাঠে আধিপত্য ছিল আল আহলির। তারা সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাননি। তারা জানে, এখন গ্রুপের অন্য দুটি শক্ত প্রতিপক্ষ—পোর্তো ও পালমেইরাসের বিরুদ্ধে জিততেই হবে পরবর্তী রাউন্ডে যেতে হলে।

২০২৩ সালে ছোট সংস্করণের ক্লাব বিশ্বকাপে তৃতীয় হওয়া দলটির লক্ষ্য ছিল এবার আরও ভালো কিছু করা। কিন্তু এমন এক ম্যাচে যেখানে তারা জয় পেতে পারতো, সেখানে ড্র তাদের জন্য হতাশার।

এছাড়াও ৬৫ হাজার ধারণক্ষমতার হার্ড রক স্টেডিয়ামে উপস্থিত ছিল ৬০,৯২৭ জন দর্শক। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর জন্য এটা ছিল স্বস্তির বিষয়। গ্যালারিতে ছিল আল আহলি সমর্থকদের দাপট—লাল জার্সির আধিক্যে চাপা পড়েছিল ইন্টার মিয়ামির গোলাপি জার্সির সমর্থকরা।

ম্যাচের আগে প্রতিটি খেলোয়াড়কে আলাদাভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়, অর্ধবিরতিতে ফুটবল কিংবদন্তিদের সঙ্গে ইউটিউবার আইশোস্পিডের ক্রসবার চ্যালেঞ্জে জেতেন ইতালিয়ান কিংবদন্তি আলেসান্দ্রো ডেল পিয়েরো। এছাড়া রেফারি ক্যাম প্রযুক্তি ছিল নতুন সংযোজন, যার মাধ্যমে দেখা যায় কীভাবে অস্ট্রেলিয়ান রেফারি আলিরেজা ফাঘানি পেনাল্টির সিদ্ধান্ত নেন।

প্রথম দিনের ম্যাচে নাটকীয়তা ছিল কম, কিন্তু ফুটবলের মঞ্চে বড় স্বপ্নের ইঙ্গিত দিয়ে শুরু হলো ক্লাব বিশ্বকাপ ২০২৫।

Read Entire Article