আলভারেজকে দলে নিতে চান বার্সা মিডফিল্ডার

21 hours ago 4

বার্সা সভাপতি জোয়ান লাপোর্তার চোখে-মুখে ইতিমধ্যেই ফুটে উঠেছে আগ্রহ, এখন বার্সেলোনার ড্রেসিংরুম থেকেও ভেসে এলো জুলিয়ান আলভারেজের নামে ডাক। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দলে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন কাতালান ক্লাবের তরুণ মিডফিল্ডার মার্‌ক বার্নাল। বয়সে তরুণ হলেও তার এই সরাসরি আহ্বান যেন নতুন করে উসকে দিয়েছে বার্সার সঙ্গে আলভারেজের নাম জড়ানো গুঞ্জনকে।

স্প্যানিশ দৈনিক দিয়ারিও আরাকে দেওয়া সাক্ষাৎকারে বার্নাল বলেন, ‘যদি কোনো একজন খেলোয়াড়কে বার্সেলোনা দলে দেখতে চাই, তাহলে সেটা হবে জুলিয়ান আলভারেজ।’

বার্নালের এই মন্তব্যে নতুন মাত্রা যোগ হয়েছে ফ্লিক-লাপোর্তার ট্রান্সফার পরিকল্পনায়। কারণ, ২০২২ সালের বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে অনেকদিন ধরেই বার্সেলোনার পরবর্তী প্রজন্মের প্রকল্পের আদর্শ মানিয়ে নেওয়া খেলোয়াড় হিসেবে দেখা হচ্ছে।

বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড বর্তমানে খেলছেন বার্সার লিগ প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদে, যেখানে তার সঙ্গে ক্লাবের চুক্তি ২০৩০ সাল পর্যন্ত। শর্ত অনুযায়ী তার বাইআউট ক্লজ নির্ধারিত আছে ৫০০ মিলিয়ন ইউরোতে। তবে কাতালান সংবাদমাধ্যমগুলোর দাবি, লাপোর্তা বোর্ড আগামী গ্রীষ্মেই ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিতে পারে।

এরই মধ্যে রবার্ট লেওয়ানডভোস্কির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পোলিশ তারকার চুক্তি শেষ হচ্ছে ২০২৬ সালে, আর সৌদি ক্লাবগুলো তাকে দলে টানতে মরিয়া। এমন পরিস্থিতিতে জুলিয়ান আলভারেজকে ভবিষ্যৎ ফরোয়ার্ড লাইন শক্তিশালী করার সবচেয়ে কার্যকর বিকল্প হিসেবে দেখছে কাতালানরা।

বার্নালের অনুরোধে বার্সার ভেতরে আলোচনার গতি কিছুটা বেড়েছে বলেই মনে করছেন ক্লাব সংশ্লিষ্টরা। এখন দেখার বিষয়, ২০২৬ সালের গ্রীষ্মের জানালায় লাপোর্তার বোর্ড সত্যিই কি এই স্বপ্নকে বাস্তবে রূপ দেবে?

Read Entire Article