আলাস্কায় হতে পারে ইউক্রেন ভাগাভাগি, দানা বাঁধছে সন্দেহ

4 weeks ago 20

আমেরিকার আলাস্কায় বসে ইউক্রেন ভাগাভাগি করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন শঙ্কা ছড়িয়ে পড়েছে বিশ্লেষকদের মধ্যে। যদিও এমন কিছু নিয়ে খোলাসা করেননি ট্রাম্প। উল্টো বলেছেন, নির্ধারিত ওই বৈঠকের আগে রাশিয়া যেতে পারেন তিনি।

হোয়াইট হাউসে সোমবার সংবাদ সম্মেলনে এমন কথাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমি পুতিনকে দেখতে যাব। আমি শুক্রবার রাশিয়া যাব।’

১৮৬৭ সালে ৭২ লাখ ডলারে যুক্তরাষ্ট্রের কাছে আলাস্কা বিক্রি করে দিয়েছিল রাশিয়া। ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে এখানেই আলোচনায় বসবেন ট্রাম্প-পুতিন।

বিশ্লেষকদের ধারণা, ইউক্রেনের লুহানস্ক ও দোনেতস্কের বাকি অংশও রাশিয়ার কাছে হস্তান্তর করা হবে। বিনিময়ে থামবে ইউক্রেন যুদ্ধ। এ নিয়ে শুক্রবার ট্রাম্প জানিয়েছিলেন, রাশিয়া-ইউক্রেন সংঘাত বন্ধে কিছু অঞ্চল হাতবদল হবে। তবে সেটা কোন অঞ্চল, তা নিয়ে কিছু জানাননি ট্রাম্প।

বিস্তারিত দেখুন ভিডিওতে...

 

Read Entire Article