সিরিয়ার আলেপ্পো, দারা ও রাজধানী দামেস্কে টানা ২৪ ঘণ্টায় একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১৭ আগস্ট) আলেপ্পোর আল-মাইসার এলাকায় আল-ওয়াহদা বেকারির কাছে এক আত্মঘাতী হামলাকারী বেল্ট বিস্ফোরণ ঘটায়। খবর শাফাক নিউজের।
তবে স্থানীয় নিরাপত্তা সূত্র জানিয়েছে, এতে কোনো সাধারণ মানুষ হতাহত হয়নি। হামলাকারীর পরিচয় খুঁজতে তদন্ত শুরু হয়েছে।
এর কয়েক ঘণ্টা পর দারার পশ্চিমাঞ্চলীয় নাওয়া শহরে আরেকটি বিস্ফোরণ হয়। স্থানীয়রা জানান, পুরোনো যুদ্ধের গোলা আবর্জনা পোড়ানোর সময় বিস্ফোরিত হলে এ ঘটনা ঘটে। এখানেও হতাহতের খবর নেই।
এর আগে শনিবার সিরিয়ার রাজধানী দামেস্কের সবচেয়ে ব্যস্ত মাজ্জে মহাসড়কে একটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটে।