আলো ছড়িয়েছেন বাংলাদেশের চার আর্চার
তীর এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে সোমবার (১০ নভেম্বর) সকালের সেশনে রিকার্ভ মহিলা এককে আলো ছড়িয়েছেন বাংলাদেশের চার আর্চারই। এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপ পেরিয়েছেন সবাই।
সোনালি রায় ৬-৫ সেট পয়েন্টে (২৭-২৭, ২৫-২৫, ২৮-২৫, ২৭-২৯, ২৬-২৬) কাজাখস্তানের) দিয়ানা তুরসুনবেককে হারিয়েছেন। সীমা আক্তার শিমু ৬-৪ ব্যবধানে (২৬-২৯, ২৬-১৫, ২৪-২০, ২৩-২৬, ২১-২৬) কাজাখস্তানের ইয়েলিজাভেতা আভদিয়েভাকে, ইতি খাতুন ৬-৪ সেট পয়েন্টে (২৪-২৮, ২৯-২৬, ২৭-২১, ২৬-২৮, ২৮-২৬) মালয়েশিয়ার মাশাইখ সায়েকিয়েরার বিপক্ষে জিতেছেন। মনিরা আক্তার ৭-৩ সেট পয়েন্টে (২৬-২৯, ২৭-২৪, ২৪-২৬, ২৬-২৬, ২৩-৩০) চীনের) কাই উফেংকে হারিয়েছেন।
১/১৬-এর লড়াইয়ে মঙ্গলবার (১১ নভেম্বর) সোনালি দক্ষিণ কোরিয়ার জ্যাং মিনহির, শিমু ভারতের অঙ্কিতা ভাকাতের, ইতি ভারতের অংশিকা কুমারির ও মনিরা মালয়েশিয়ার মোহামাদ জাইরি আরিয়ানা নুর দিয়ানার মুখোমুখি হবেন।
সাফল্যের ধারাবাহিকতায় থাকার লক্ষ্য নিয়ে ইতি খাতুন বলেন, ‘আমাদের সবাই ভালো করেছে, সবার মধ্যেই আত্মবিশ্বাস ছিল ভালো করার। আমরা কেউ কোনো চাপ নেইনি। নিজেদের মাঠে খেলা। ফেডারেশনের পক্ষ থেকেও আমাদের কোনো চাপ দেওয়া হয়নি পদকের জন্য। আমরা খেলা উপভোগ করতে চেয়েছি। কোনো চাপ অনুভব করছি না। সামনের রাউন্ডগুলোতে এই সাফল্যের ধারায় থাকতে চাই। আমাদের জন্য দোয়া করবেন।’
এদিকে রিকার্ভ পুরুষ এককে এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে ‘বাই’ পাওয়া রাকিব মিয়া চাইনিজ তাইপের লিউ তাই-ইয়েনকে ৬-৪ সেট (২৫-২৬, ২৬-২৬, ২৮-২৭, ২৮-২৮, ২৭-২৯) পয়েন্টে হারিয়ে ১/১৬-তে উত্তীর্ণ হয়েছেন। সেখানে তার প্রতিপক্ষ ভারতের সঞ্জয় ইয়াশদিপ ভোগে।

10 hours ago
3









English (US) ·