‘আলোচনা চলছে’—ট্রাম্পের হুমকির পর মস্কোর আশ্বাস ওয়াশিংটনকে

2 days ago 19

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পর ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে ক্রেমলিন। 

সোমবার (৩১ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বক্তব্য থেকে এ তথ্য জানা যায়।

এর আগে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক মন্তব্যে ট্রাম্প ‘বিরক্ত’ হয়েছেন বলে জানান। পুতিন ইউক্রেনে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রয়োজনীয়তার কথা বলার পর ট্রাম্প এই প্রতিক্রিয়া দেন।

শুক্রবার (২৮ মার্চ) দেওয়া এক বক্তব্যে ট্রাম্প হুঁশিয়ারি দেন, মস্কো যদি যুদ্ধবিরতিতে সম্মত না হয়, তাহলে রাশিয়ার তেল আমদানিকারক দেশগুলোর ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে।

এই পরিস্থিতিতে রাশিয়ার প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে এক হয়ে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছি। তিনি আরও জানান, পুতিন ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে সবসময় প্রস্তুত।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন যে, পুতিন ‘কূটনীতির পরোয়া করেন না’ এবং তিনি যুদ্ধ বন্ধের জন্য রাশিয়ার ওপর আরও কঠোর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন।

যুদ্ধবিরতির আলোচনা চলার মধ্যেই রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। রাশিয়া রাতভর ইউক্রেনের খারকিভে হামলা চালিয়েছে, অপরদিকে ইউক্রেনও পাল্টা ড্রোন হামলা চালিয়েছে বলে জানা গেছে।

Read Entire Article