আলোচনা স্থগিত, পশ্চিম তীরে ট্যাংক পাঠাল ইসরায়েল

2 hours ago 5

দুই দশকের বেশি সময় পর প্রথমবারের মতো অধিকৃত পশ্চিম তীরে ট্যাংক পাঠিয়েছে ইসরায়েল। এ কারণে ৪০ হাজার ফিলিস্তিনি উত্তরাঞ্চলের শরণার্থী শিবিরগুলো থেকে পালিয়ে যাচ্ছেন। 

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হামাস গাজা নিয়ে আলোচনা স্থগিত করেছে। এ কারণে ইসরায়েলি ট্যাংক পশ্চিম তীরে পাঠানো হয়েছে। 

এদিকে হামাস জানিয়েছে, ৬২০ ফিলিস্তিনি কারাবন্দির মুক্তি ছাড়া কোনো আলাপ হবে না। 

হামাসের নেতা বাসেম নাঈম জানিয়েছেন, হামাসের কাছে থেকে ছয়জন ইসরায়েলি জিম্মি ফিরে পেলেও, ফিলিস্তিনি বন্দিদের মুক্তি স্থগিত রেখেছেন। সম্প্রতি হামাস ছয়জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। বিনিময়ে ইসরায়েলকে ছয় শতাধিক ফিলিস্তিনি বন্দি মুক্তি দেওয়ার কথা ছিল। তবে ইসরায়েল ফিলিস্তিনি বন্দিদের মুক্তি পিছিয়ে দিয়েছে।

হামাসের দাবি, ইসরায়েলি জিম্মিদের মুক্তির সময় হামাসের সঙ্গে অসম্মানজনক আচরণের অভিযোগ উঠেছে। এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থি। এর পরিপ্রেক্ষিতে, হোয়াইট হাউস ইসরায়েলের সিদ্ধান্তের সমর্থন জানিয়ে বলেছে, হামাসের বিরুদ্ধে যে পদক্ষেপ নেবে ইসরায়েল, তাতে প্রেসিডেন্ট ট্রাম্প পূর্ণ সমর্থন জানাবেন।

এদিকে ফিলিস্তিনি বন্দিদের পরিবারের মধ্যে হতাশা তৈরি হয়েছে। কারণ মুক্তির অপেক্ষায় থাকা বন্দিদের নামের তালিকা প্রকাশিত হলেও তাদের মুক্তি স্থগিত করা হয়েছে।

Read Entire Article