আলোচিত সন্ত্রাসী ‘গরু চোরা সেলিম’ গ্রেপ্তার

2 months ago 4

ফেনীর সোনাগাজীতে আলোচিত সন্ত্রাসী নুর হোসেন সেলিম ওরফে ‘গরু চোরা সেলিমকে’ (৩৫) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (২১ জুন) রাতে সোনাগাজী মডেল থানা পুলিশ ও র‌্যাব ফেনীর একটি যৌথ অভিযান চালিয়ে উপজেলার সোনাপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

একাধিক মামলার পলাতক আসামি চাঁদাবাজ নুর হোসেন সেলিম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তিনি সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চর সোনাপুর গ্রামের কালা মিয়া হাজী বাড়ির মৃত এবাদুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, নুর হোসেন সেলিমের বিরুদ্ধে ফেনী, ঢাকা ও সোনাগাজীর বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিস্ফোরক দ্রব্য আইন, অপহরণ, সরকারি কাজে বাধাদান, দাঙ্গা-হাঙ্গামা, চাঁদাবাজি, চুরি এবং ডাকাতির প্রস্তুতির মতো গুরুতর অভিযোগে মোট ১৩টি মামলা রয়েছে। এ ছাড়া দীর্ঘদিন ধরে তিনি এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ফেনী জেলার পুলিশ সুপার হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুমিদ রায়হান ও সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. বায়েজীদ আকনের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। 

অভিযানে নেতৃত্ব দেন এসআই (নি.) মো. মাসুদ আলম পাটোয়ারী ও এসআই (নি.) বজলুর রহমান খান। এ সময় তাদের সঙ্গে সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. বায়েজীদ আকন বলেন, ‘আসামি নুর হোসেন সেলিম দীর্ঘদিন ধরে পলাতক ছিল। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তাকে ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছিল। সর্বশেষ অভিযান সফল হয়েছে। তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।’

Read Entire Article