আল্লুকে রক্ষায় মাঠে নেছেন বাবা

2 weeks ago 16

‘পুষ্পা-২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মারা যাওয়া নারী অনুরাগীর পরিবারকে ২ কোটি রুপি দিয়ে সাহায্য করেছেন আল্লু অর্জুন। এরপর তিনি মনে করেছিলেন এ মৃত্যুর ঘটনা থেকে মুক্তি পাবেন। কিন্তু আল্লু অর্জুনের বিপাক যেন পিছু ছাড়ছে না।

সম্প্রতি পুলিশের দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন আল্লু অর্জুন। পুলিশের কড়া প্রশ্নের মুখেও পড়েছেন তিনি। শোনা যাচ্ছে, পুরো পরিস্থিতি নিয়ে ভীষণ মানসিক চাপে আছেন এ দক্ষিণী সুপাররস্টার।

নতুন সংবাদ হচ্ছে, ছেলেকে বিপদ থেকে রক্ষা করতে এবার মাঠে নেমেছেন আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ। পরিস্থিতি মোকাবেলা করতে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর রেবন্ত রেড্ডির সঙ্গে দেখা করলেন আল্লুর বাবা। মুখ্যমন্ত্রীকে অনুরোধ করলেন পুরো পরিস্থিতি খতিয়ে দেখার।

হায়দারাবাদে ‘পুষ্পা-২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে নারী অনুরাগীর মৃত্যুর ঘটনায় বিপাকে আল্লু অর্জুনসহ, পুরো পুষ্পা টিম। এ ঘটনাকে কেন্দ্র করে একরাত তাকে জেলেও থাকতে হয়েছিল। পরেরদিন জামিনে তিনি জেল থেকে মুক্তি পেয়েছেন। জেল থেকে বের হয়ে পুরো ঘটনার জন্য দুঃখ প্রকাশও করেছেন আল্লু ও সিনেমার প্রযোজক। তবে সমস্যার সমাধান হয়নি।

সুকুমার পরিচালিত ‘পুষ্পা-২: দ্য রুল’ অ্যাকশন, টুইস্ট, রোমান্স ও নানা চমকে দর্শক টানছে প্রেক্ষাগৃহে। যার ফলে বছরের সেরা ছবি তো বটেই, এটি হাঁটছে সর্বকালের সেরা ব্যবসা সফল সিনেমা হওয়ার পথে।

‘পুষ্পা’র প্রথম পর্বে আল্লুর সঙ্গে রাশমিকা মান্দানার রসায়নে মুগ্ধ হয়েছিলেন দর্শক। নতুন কিস্তিতেও সেই রসায়ন আরও জমজমাট করেছেন তারা। সঙ্গে বাড়তি চমক হয়ে এসেছেন প্রধান খলনায়ক চরিত্রের ফাহাদ ফাসিল। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন জগাপতি বাবু, রাও রমেশ, সুনীল, অনসুয়া ভারদ্বাজ এবং ধনঞ্জয়। এইসব তারকাদের উপস্থিতিতে ‘পুষ্পা-২’ হয়ে উঠেছে দারুণ এক সিনেমা। যার প্রভাব দেখা যাচ্ছে বক্স অফিসে।

‘পুষ্পা-২’ সিনেমাটি ৫ ডিসেম্বর তেলেগু, হিন্দি, তামিল, মালায়ালাম এবং কান্নাড়া ভাষায় মুক্তি পেয়েছে ভারতে। সব ভাষাতেই দর্শকের উন্মাদনায় রয়েছে সিনেমাটি। পাশাপাশি বিশ্বজুড়েও এটি দর্শকদের হৃদয় জয় করেছে। স্বাভাবিকভাবেই বক্স অফিসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে ‘পুষ্পা-২’।

এমএমএফ/এমএস

Read Entire Article