আশালঙ্কার ব্যাটিং ঝড়ের পর থিকশানার ঘূর্ণি, উড়ে গেল অস্ট্রেলিয়া

2 hours ago 2

গলে অনুষ্ঠিত দুই টেস্টেই অস্ট্রেলিয়ার কাছে খুব বাজেভাবে হেরেছে শ্রীলঙ্কা। তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুতেই অস্ট্রেলিয়াকে দাঁড়াতে দিল না লঙ্কান ক্রিকেটাররা। বিশেষ করে অধিনায়ক চারিথ আশালঙ্কা এবং স্পিনার মহেশ থিকসানার কাছে।

আশালঙ্কার দুর্দান্ত সেঞ্চুরির পর বল হাতে মায়াবি ঘূর্ণির জাল তৈরি করেন মহেশ থিকসানা। তাতে প্রথম ওয়ানডেতে ৪৯ রানের ব্যবধানে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়েছে শ্রীলঙ্কা।

চারিথ আশালঙ্কার ১২১ রান সত্ত্বেও শ্রীলঙ্কার দলীয় মোট স্কোর ছিল ২১৪ রানের। এই রানও টপকাতে পারলো না অস্ট্রেলিয়া। একের পর এক উইকেট হারিয়ে ৩৩.৫ ওভারেই ১৬৫ রানে অলআউট হয়ে যায় অসিরা।

Srilanka

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। শুরু থেকেই অসি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে একের পর এক উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। তবে মিডল অর্ডারে ব্যাট করতে নেমে একাই ঝড় তোলেন অধিনায়ক চারিথ আশালঙ্কা। ১২৬ বলে ১২৭ রানের ইনিংস খেলেন তিনি।

দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন দুনিথ ভেল্লালাগে। ১৯ রান করেন কুশল মেন্ডিস। বাকি ব্যাটাররা দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়ান বোলারদের সামনে। শেষ পর্যন্ত ৪৬ ওভারে ২১৪ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।

সিন অ্যাবট নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন স্পেন্সার জনসন, অ্যারোন হার্ডি ও নাথান এলিস। অন্যটি নেন ম্যাথিউ শট।

জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় অস্ট্রেলিয়াও। ৩৮ বলে সর্বোচ্চ ৪১ রান করেন অ্যালেক্স ক্যারে। ৩২ রান করেন অ্যারোন হার্ডি। ২০ রান করে নেন সিন অ্যাবট ও অ্যাডাম জাম্পা। মহেশ থিকসানা ৪ উইকেট নেন। এছাড়া ২টি করে উইকেট নেন আসিথা ফার্নান্দো ও দুনিথ ভেল্লালাগে। ১টি করে উইকেট নেন ওয়ানিদু হাসারাঙা ও চারিথ আশালঙ্কা।

আইএইচএস/

Read Entire Article