আশাশুনিতে অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার

2 months ago 33

সাতক্ষীরার আশাশুনিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে পিস্তল, ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, দুটি ছুরি, কুড়াল, তিনটি চাপাতি, চারটি রামদা এবং চারটি মোবাইল উদ্ধার করা হয়।

রোববার (১৭ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার প্রতাপনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন- প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর গ্রামের রজব আলী গাজীর ছেলে আব্দুল খালেক। তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। বাবর আলী গাজীর ছেলে উজ্জ্বল হোসেন। তিনি সাত মামলার আসামি। অন্যদিকে কুড়িকাহুনিয়া গ্রামের মৃত. ওয়াজেদ আলীর ছেলে আনারুল ইসলাম আট মামলার আসামি।

আশাশুনি আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আশাশুনি আর্মি ক্যাম্প গত ১৫ নভেম্বর জানতে পারে, প্রতাপনগর এলাকায় তিন চাঁদাবাজের কাছে অবৈধ অস্ত্র রয়ে়ছে। ওই দিন দুপুরে আশাশুনির আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন নাহিদ কর্তৃক স্থানীয়দের নিয়ে ক্যাম্পে নিরাপত্তা সম্পর্কিত কনফারেন্স করেন।

এ সময় সবার সঙ্গে কথা বলা শেষে সন্দেহভাজন উল্লেখিত তিনজনকে ক্যাম্পে জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধ অস্ত্রের কথা অস্বীকার করলে তাদের সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্পে পাঠানো হয়। সেখানে তারা অবৈধ অস্ত্রের কথা স্বীকার করে। রোববার ভোরে অভিযান চালিয়ে অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

Read Entire Article