আশুলিয়া শিল্পাঞ্চল অনেকটা স্বাভাবিক, টহলে সেনাবাহিনী

1 month ago 15

টানা শ্রমিক আন্দোলনের পর আজ কিছুটা স্বস্তিতে শিল্পাঞ্চল আশুলিয়া। কয়েকটি পোশাককারখানা ছাড়া বেশিরভাগ কারখানায় উৎপাদন শুরু হয়েছে। ডিইপিজেড এলাকার কর্মপরিবেশও রয়েছে স্বাভাবিক।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোর থেকে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শিল্প এলাকায় টহল দিতে দেখা গেছে। মোতায়েন রয়েছে গুরুত্বপূর্ণ পয়েন্টে। তবে আজও নানা দাবিতে আশুলিয়ার মেংগুটেক্স, হান্ডাসহ কয়েকটি পোশাককারখানায় কর্মবিরতি চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকে শিল্পাঞ্চলের বেশিরভাগ এলাকায় পোশাক কারখানাগুলোতে স্বাভাবিক কার্যক্রম চলছে। দু-একটি বিচ্ছিন্ন বিশৃঙ্খলার সংবাদ পাওয়া গেলেও এখন পর্যন্ত বড় কোনো কোনো ঝামেলা কিংবা সড়ক অবরোধের সংবাদ পাওয়া যায়নি।

আশুলিয়া শিল্পাঞ্চল অনেকটা স্বাভাবিক, টহলে সেনাবাহিনী

আশুলিয়া শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, সকাল থেকে বেশিরভাগ কারখানা খোলা রয়েছে। সেগুলোতে স্বাভাবিকভাবে কার্যক্রম চলছে। তবে আশুলিয়ার নাসা গ্রুপ, আল-মুসলিমসহ চারটি কারখানার শ্রমিকরা সকালে কারখানার অভ্যন্তরে প্রবেশ করলেও কাজে যোগ না দিয়ে হইচই শুরু করেন। এসময় একটি কারখানার মালিকপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে। এছাড়া কিছু কারখানায় শ্রমিকদের দাবি নিয়ে কিছুটা অসন্তোষ চললেও তা সমাধানের চেষ্টা চলছে বলে জানা গেছে। শিল্প পুলিশও বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে থাকার পাশাপাশি টহল অব্যাহত রেখেছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, আজ সামগ্রিক পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা যদিও সেভাবে এখনো যৌথ অভিযান শুরু করিনি, অভিযানের ঘোষণায় একটি বড় প্রভাব পড়েছে শিল্পাঞ্চলে। আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। অভিযানের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

মাহফুজুর রহমান নিপু/এসআর/এএসএম

Read Entire Article