আশুলিয়ায় এখনো বন্ধ ৪০ কারখানা

1 month ago 10

শ্রমিক অসন্তোষের পর আশুলিয়া শিল্পাঞ্চলে অধিকাংশ কারখানা চালু হলেও ৪০টি বন্ধ রয়েছে। এখনো কর্ম বিরতিতে রয়েছে ১১ কারখানা। তবে সেখানকার পরিস্থিতি গতকালের চেয়ে কিছুটা স্বাভাবিক রয়েছে বলে দাবি শিল্প পুলিশের।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে কবিরপুর, বাড়ইপাড়া, জিরাবো, নিশ্চিন্তপুর, নরসিংহপুর, সরকার মার্কেট, জামগড়া, বাইপাইল, পলাশাবড়ীসহ বিভিন্ন এলাকায় শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কারখানায় প্রবেশ করতে দেখা গেছে।

বিজিএমইএর সিদ্ধান্ত অনুযায়ী হাজিরা বোনাস ও টিফিন বিল বাড়িয়ে শিল্পাঞ্চল আশুলিয়ার সব পোশাক কারখানা আজ (মঙ্গলবার) খোলার কথা ছিল। প্রায় সব কারখানা খুলে দেওয়া হলেও ৪০টি কারখানা এখনো বন্ধ রয়েছে। এছাড়া আরও ১১টা কারখানায় শ্রমিকরা মালিক পক্ষের সঙ্গে আলোচনা করছেন। সিদ্ধান্তে পৌঁছালে সেসব কারখানাতেও উৎপাদন শুরু হবে।

আশুলিয়ায় এখনো বন্ধ ৪০ কারখানা

এদিকে, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, শিল্প পুলিশ ও জেলা পুলিশ দায়িত্ব পালন করছেন। চতুর্দিকে মোবাইল টিম চলমান রয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে শিল্প পুলিশ-১ এর এসপি সারোয়ার আলম বলেন, সকালে কারখানাগুলোতে শ্রমিকরা প্রবেশ করেছে। প্রায় সব কারখানায় কাজ চলমান আছে। তবে ৪০টির মতো কারখানায় বন্ধ রয়েছে। আরও ১১টা কারখানায় কর্ম বিরতি চলেছে।

মাহফুজুর রহমান নিপু/আরএইচ/এএসএম

Read Entire Article