সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার (১ মার্চ) দুপুর দেড়টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সোয়াইদ নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চারজনে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান শিশু সোয়াইদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
- আরও পড়ুন
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১১
আশুলিয়ার আগুনে ভাই-বোনের পর আরও একজন মারা গেছেন
তিনি জানান, সোয়াইদের শরীরের ২৭ শতাংশ দগ্ধ ছিল। ওই ঘটনায় এখনো তিনজন চিকিৎসাধীন। তাদের মধ্যে মনির হোসেনের শরীরের ২০ শতাংশ, সূর্য বানুর ৭ শতাংশ ও জহুরা বেগমের ৫ শতাংশ দগ্ধ। এছাড়া দগ্ধ চারজনকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার গোমাইল এলাকার আমজাদ ব্যাপারীর বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হন। ওই সময় স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।
কাজী আল-আমিন/ইএ/জেআইএম