আসছে আরিফ জামানের ‘বেহেশতি তিরোধান’

3 months ago 52

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে তরুণ কবি ও অনুবাদক আরিফ জামানের কবিতার বই ‘বেহেশতি তিরোধান’। বইটি প্রকাশ করছে ছিন্নপত্র প্রকাশন। প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।

প্রকাশক খালেদ রাহী বলেন, ‘বেহেশতি তিরোধান আরিফ জামানের লেখা দ্বিতীয় কবিতার বই। এ কবির কবিতা সহজ-সরল এবং যাপিত জীবন ঘেঁষা। তার কবিতার ভুবনে আপনাদের স্বাগতম।’

কবি আরিফ জামানের প্রথম কবিতার বই ‘মন খারাপের বারান্দা’ প্রকাশিত হয়েছিল ২০২০ সালের জানুয়ারি মাসে। বইটি প্রকাশ করেছিল প্রকাশনা প্রতিষ্ঠান মহাকাল। প্রচ্ছদ করেছিলেন মোস্তাফিজ কারিগর।

আরিফ জামানের জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। তিনি তিতুমীর কলেজ থেকে হিসাববিজ্ঞানে মাস্টার্স করেছেন। জেমস রােলিন্সের ‘দ্য আই অফ গড’ তার প্রথম অনুবাদগ্রন্থ। এ ছাড়া ৪০টিরও বেশি সিনেমার বাংলা সাবটাইটেল তৈরি করেছেন।

এসইউ/জিকেএস

Read Entire Article