অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে তরুণ কবি জাহিদ নয়নের কবিতার বই ‘আততায়ী অন্ধকার’। বইটি প্রকাশ করছে দ্বিমত পাবলিশার্স। প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী আইয়ুব আল আমিন। ৩ ফর্মার বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।
জাহিদ নয়ন কবি ও কথাশিল্পী। তার জন্ম ও বেড়ে ওঠা জেলা শহর চাঁদপুরে। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর। বর্তমানে সরকারি চাকরিতে নিয়োজিত।
বিগত এক দশক ধরে তিনি দেশের শীর্ষস্থানীয় জাতীয় ও স্থানীয় পত্রিকা, লিটল ম্যাগ ও সংকলিত গ্রন্থে কবিতা ও প্রবন্ধ লিখেছেন। ‘আততায়ী অন্ধকার’ তার প্রথম কাব্যগ্রন্থ।
কবি জাহিদ নয়ন বলেন, ‘আমি মূলত কবিতা লিখি না। কবিতা নিজেই আমার কাছে ধরা দেয় কখনো কখনো। ছায়াসঙ্গীর মতো হাত ধরে হাঁটে অথবা বাধ্য প্রেমিকার মতো পাশে এসে বসে। তারই ধারাবাহিকতায় এটি আমার প্রথম কবিতার বই। আশা করি পাঠকের ভালো লাগবে।’
এসইউ/জিকেএস