রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (২৯ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে তিনি ঢামেকের জরুরি বিভাগে পৌঁছে নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় হাসপাতালের চিকিৎসকদের কাছ থেকেও বিস্তারিত তথ্য নেন তিনি।
এর আগে সন্ধ্যার দিকে বিজয় নগর ও পরে কাকরাইল এলাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সড়কে আগুন দেওয়ার ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালে নুরসহ গণঅধিকার পরিষদের আরও কয়েকজন নেতা-কর্মী আহত হন।
প্রথমে আহতদের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও উন্নত চিকিৎসার প্রয়োজন হলে রাত ১১টার দিকে নুরকে ঢামেক হাসপাতালে আনা হয়। এ সময় তিনি রক্তাক্ত অবস্থায় ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য এলাকায় মোতায়েন করা হয়।