আড়াই মাসে বাদ নাসিম, মেহেরপুর আদালতের নতুন পিপি সাইদুর
নানা অনিয়মের অভিযোগে নিয়োগপ্রাপ্তির মাত্র আড়াই মাসের মাথায় মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবু সালেহ মো. নাসিমের নিয়োগ বাতিল করা হয়েছে। একইসঙ্গে অ্যাড. এ এস এম সাইদুর রাজ্জাককে নতুন পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের উপসলিসিটর মো. আরিফুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, সদ্য অপসারিত পাবলিক প্রসিডিউটার আবু সালেহ মো. নাসিম একসময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নিয়োগকৃত এপিপি ছিলেন। মাত্র কদিন আগে হাইকোর্ট বিভাগের নির্দেশনা অমান্য করে নিয়মবহির্ভূতভাবে সকাল ৮টার সময় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের জামিন ও রিমান্ড আবেদনের শুনানি করেছেন। এই শুনানির সময় তিনি বিষয়টি মেহেরপুর জেলা আইনজীবী সমিতিকে অবহিত করেননি। আওয়ামীপন্থি আইনজীবীদের সঙ্গে আঁতাত করেই তিনি এমনটি করেছেন বলে অভিযোগ।
এ ছাড়া অ্যাডভোকেট নাসিমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের দায়েরকৃত বিভিন্ন মামলার আসামিদের অবাধ জামিনের ব্যবস্থা করে দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ তুলেছেন জেলা বার ও বিএনপিপন্থি কয়েকজন আইনজীবী। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ আইন ও বিচার বিভাগকে বিষয়গুলো অবহিত করলে দ্রুত এই ব্যবস্থা নেওয়া হয়।
উল্লেখ্য, গত বছরের ১৯ নভেম্বর আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের (জিপি-পিপি শাখা) উপসলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মেহেরপুর জেলা জজ আদালতের জন্য পিপি, অ্যাডিশনাল পিপি, এপিপি, জিপি ও এজিপিসহ মোট ২৪ জনকে সরকারি আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়।