হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিএনপি নেতা মহসিন মিয়া নিহতের ঘটনায় সন্দেহভাজন আটক ডাকাত জালাল মিয়া ওরফে স্প্রিং জালাল পুলিশি হেফাজত থেকে পালিয়ে গেছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পালিয়ে যায় ডাকাত জালাল। শায়েস্তাগঞ্জ থানার (ওসি) দিলীপ কান্ত নাথ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি দিলীপ কান্ত নাথ বলেন, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে পুলিশ মাধবপুর উপজেলায় সুন্দরপুর গ্রামের দুবাই মিয়ার ছেলে জালাল মিয়া ওরফে স্প্রিং জালালসহ পাঁচজনকে আটক করে। আটকের পর জালাল অসুস্থবোধ করলে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তার পাশে দুজন পুলিশ পাহারায় রাখা হয়। শুক্রবার ভোরে ডাকাত জালাল ওয়াশরুমে যাওয়ার কথা বলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, ডাকাত জালাল পালিয়ে যাওয়ার ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গত ৩ ফেব্রুয়ারি রাত ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের থানা এলাকায় দুই বিএনপি নেতা ডাকাতের কবলে পড়েন। একই সময় ডাকাতের হামলায় বিএনপি নেতা ও ব্যবসায়ী মহসিন মিয়া নিহত হন। এ ঘটনায় ৫ ফেব্রুয়ারি রাতে শায়েস্তাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।