আয়কর ও শুল্ক ক্যাডারের অ্যাসোসিয়েশন থেকে কর্মকর্তাদের গণপদত্যাগ 

3 months ago 46

এনবিআরের দুই ক্যাডার অ্যাসোসিয়েশনে পদত্যাগের হিড়িক পড়েছে। দুই অ্যাসোসিয়েশনের দায়িত্বে থাকা অন্তত ২৫ জন পদত্যাগ করেছেন। 

দুই অ্যাসোসিয়েশন হলো- আয়কর বিভাগের ক্যাডারদের সংগঠন বিসিএস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশন এবং কাস্টমস ও ভ্যাট বিভাগের ক্যাডারদের সংগঠন বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশন। 

ক্যাডার সার্ভিসের স্বার্থ রক্ষায় ব্যর্থতা, নির্লিপ্ততার প্রতিবাদ এবং সংগঠনের প্রতি অনাস্থা তৈরি হওয়ায় কর্মকর্তারা পদত্যাগ করছেন বলে একাধিক কর্মকর্তা জানিয়েছেন। আবার কেউ কেউ পদত্যাগে অন্যান্য কারণও দেখিয়েছেন। তবে বেশিরভাগ সদস্য অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক কর্মকাণ্ডে ক্ষোভ জানিয়ে পদত্যাগ করেছে।

পদত্যাগী একাধিক কর্মকর্তারা জানায়, অধ্যাদেশ জারির মাধ্যমে এনবিআর বিলুপ্তি করে দুইটি বিভাগ করা হয়েছে। এতে দুই ক্যাডার সার্ভিসের স্বার্থ রক্ষায় দুই অ্যাসোসিয়েশন দৃশ্যমান কোনো ভূমিকা রাখতে পারেনি। অধ্যাদেশের মাধ্যমে স্বার্থ রক্ষা করতে পারেনি অ্যাসোসিয়েশন। যার ফলে অ্যাসোসিয়েশনের প্রতি সবার অনাস্থা তৈরি হয়েছে। রাজস্ব নীতি ও রাজস্ব বাস্তবায়ন অধ্যাদেশে ক্যাডারের স্বার্থ সংরক্ষণে শীর্ষ নেতৃবৃন্দ ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ক্যাডার কর্মকর্তাদের মনের ভাব, হৃদয়ের রক্তক্ষরণ তারা সরকারের কাছে যথাযথভাবে তুলে ধরতে ব্যর্থ হয়েছে। তাই অ্যাসোসিয়েশনের নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে পদত্যাগ করেছি। আরও অনেক কর্মকর্তা সহসাই দুই অ্যাসোসিয়েশন থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বিসিএস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশনের যারা পদত্যাগ করেছেন তারা হলেন- প্রচার ও প্রকাশনা সম্পাদক উপ-কর কমিশনার নাজমা পারভিন, সাংস্কৃতিক সম্পাদক উপ-কর কমিশনার রইসুন নেসা, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক উপ-কর কমিশনার মো. ফিরোজ কবির, সহ-গবেষণা সম্পাদক উপ-কর কমিশনার মো. ফারুক হোসেন, সহ-সমাজকল্যাণ সম্পাদক উপ-কর কমিশনার মো. আবদুল্লাহ ইউসুফ, সহ-ক্রীড়া সম্পাদক উপ-কর কমিশনার মো. জিল্লুর রহমান। নির্বাহী সদস্য উপ-কর কমিশনার মো. নেফাউল ইসলাম সরকার, মাফরোজ সুলতানা ইমা, মোছা. ফাতেমা খাতুন, মো. জোনায়েদ হোসেন, তানজিনা রহমান, সহকারী কর কমিশনার তামজিদ ইয়াসমিন ও মো. সাইফুদ্দিন খান।

বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশনের যারা পদত্যাগ করেছেন তারা হলেন- মহাসচিব একেএম ‍নুরুল হুদা আজাদ (কমিশনার), সহ-সভাপতি সৈয়দ মুসফিকুর রহমান (কমিশনার), যুগ্ম সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান (কমিশনার), কোষাধ্যক্ষ ড. নাহিদা ফরিদী (কমিশনার), প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী মুহাম্মদ জিয়া উদ্দিন (কমিশনার), দপ্তর সম্পাদক ইফতেখারুজ্জামান। নির্বাহী সদস্য অতিরিক্ত কমিশনার মিনহাজ উদ্দিন, মোহাম্মদ সফিউর রহমান, আ আ ম আলীমুল ইহসান খান, যুগ্ম কমিশনার শাকিলা পারভীন, উপ কমিশনার সাইদুল আলম, সানজিদা অনুসূয়া।

অপরদিকে বুধবার এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এক বিজ্ঞপ্তিতে জানায়, দেশ, জনগণ ও সার্ভিসের স্বার্থরক্ষায় নির্লিপ্ততার প্রতিবাদে ও অন্যান্য কারণে বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি, মহাসচিব, ট্রেজারার, যুগ্ম মহাসচিবসহ গুরত্বপূর্ণ সদস্যরা কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছেন। 

একইভাবে বিসিএস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির দায়িত্বশীল পদে থাকা বিভিন্ন কর্মকর্তারাও পর্যায়ক্রমে অ্যাসোসিয়েশনের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।
 

Read Entire Article