আয়না দেখার দোয়া

2 hours ago 2

একাধিক সাহাবির সূত্রে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) থেকে আয়না দেখার কিছু দোয়া বর্ণিত রয়েছে। এখানে আমরা ৪টি দোয়া উল্লেখ করছি:

আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) আয়না দেখার সময় এই দোয়া পড়তেন,

الحمدُ للَّهِ اللَّهمَّ كما أحسنتَ خَلْقي فأحسن خُلُقي

উচ্চারণ: আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা কামা আহসানতা খালকি ফাআহসিন খুলুকি।

অর্থ: সকল প্রশংসা আল্লাহর, হে আল্লাহ, আপনি যেমন আমার চেহারায় সৌন্দর্য দিয়েছেন, আমার চরিত্রেও সৌন্দর্য দান করুন।

(মুসনাদে আহমদ: ২৪৩৯২, বায়হাকি ফিদ-দাআওয়াতিল কাবির: ৫০৭৫)

আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত রাসুল (সা.) যখন আয়না দেখতেন তখন তিনি বলতেন,

الْحَمْدُ لِلَّهِ الَّذِي حَسَّنَ خَلْقِي وَخُلُقِي وَزَانَ مِنِّي مَا شَانَ مِنْ غَيْرِي

উচ্চারণ: আলহামদুলিল্লাহিল্লাজি হাসসানা খালক্বি ওয়া খুলুক্বি ওয়া যানা মিন্নি মা শানা মিন গাইরি।

অর্থ: সব প্রশংসা আল্লাহর যিনি আমার চেহারা ও আচরণে সৌন্দর্য দিয়েছেন এবং অন্যদের মধ্যে যেসব ত্রুটি দিয়েছেন তা থেকে আমাকে মুক্ত করেছেন। (মুসনাদে আবু ইয়ালা: ২৬১১)

আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) যখন আয়নায় নিজের চেহারা দেখতেন, তখন তিনি বলতেন,

الْحَمْدُ لِلَّهِ الَّذِي سَوَّى خَلْقِي فَعَدَلَهُ وصَوَّرَ صُورَةَ وَجْهِي فَحَسَّنَهَا وَجَعَلَنِي مِنَ الْمُسْلِمِينَ

উচ্চারণ: আলহামদুলিল্লাহিল্লাজি সাওয়া খালক্বি ফাআদালাহু ওয়া সাওয়ারা সুরাতা ওয়াজহি ফাহাসসানাহা ওয়া জাআলানি মিনাল মুসলিমিন।

অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাকে সুগঠন ও পূর্ণতা দিয়েছেন আমার মুখাবয়ব সুন্দর‌ভাবে তৈরি করেছেন এবং আমাকে মুসলিম বানিয়েছেন। (তাবরানি ফিল আওসাত: ৭৮৭)

আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত আরেকটি হাদিসে এসেছে, রাসুল (সা.) আয়নায় তাকিয়ে বলতেন,

الْحَمْدُ لِلَّهِ أَكْمَلَ خَلْقِي وَحَسَّنَ صُورَتِي وَزَانَ مِنِّي مَا شَانَ مِنْ غَيْرِي

উচ্চারণ: আলহামদুলিল্লাহ, আকমালা খালক্বি ওয়া হাস্সানা সুওরাতি ওয়া যানা মিন্নি মা শানা মিন গাইরি।

অনুবাদ: সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমার অঙ্গ-সৌষ্ঠবের পূর্ণতা দিয়েছেন, আমার অবয়ব সুন্দর করেছেন এবং অন্যদের মধ্যে যেসব ত্রুটি দিয়েছেন তা থেকে আমাকে মুক্ত করেছেন। (জাওয়ায়েদুজ জুহদ: ১১৭৪)

এই দোয়াগুলোর যে কোনো একটি আমরা আয়না দেখার সময় পড়তে পারি।

ওএফএফ

Read Entire Article