সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লেবেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়টির শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার (১৯ অক্টোবর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার এ অভিযোগ করেন।
এ সময় শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান, সহ সভাপতি উসামা ইব্রাহিম ও মাহির আসিফ, দপ্তর সম্পাদক শামসুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট একটা ছাত্রসংগঠন বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে অর্থ নিয়ে তাদের সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে। যে প্রশাসন আবাসিক হলে সিট বরাদ্দে ন্যায্যতা নিশ্চিত করতে পারে না, তারা কিভাবে সবার কাছে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে? সময়োপযোগী প্রস্তুতি ও সমান সুযোগ নিশ্চিত না করে কখনো সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয়।
তিনি বলেন, সবার আগে প্রশাসনকে ক্যাম্পাসে লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। একইসঙ্গে শিক্ষার্থীদের সেমিস্টার চলাকালে ছাত্রসংসদ নির্বাচন করলে, যেসব সংগঠন প্রশাসনের ছায়ায় গোপন কার্যক্রম চালিয়ে গেছে, তারাই সবচেয়ে বেশি সুবিধা পাবে।
নাঈম সরকার আরও বলেন, ক্যাম্পাসে লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের জন্য আমরা বারবার দাবি জানিয়ে আসছি। চলমান সময়ে আমরা ছোট ছোট কর্মসূচি দিয়ে এগিয়ে যাচ্ছি। শিক্ষার্থীদের সঙ্গে মেশার সুযোগ তৈরি হচ্ছে। যে সমস্যাগুলো উঠেছে তা সমাধানের মাধ্যমে লেবেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি হবে। চলমান সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পর যখন ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্ট হবে, তখন শাকসু নির্বাচন প্রক্রিয়া শুরু করতে হবে।
সংবাদ সম্মেলনে ছাত্রদলের নেতাকর্মীরা স্মার্ট ও সুরক্ষিত ক্যাম্পাস সনদ-২০২৫ প্রণয়ন, প্রশাসন ও শিক্ষক সমাজ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে শিক্ষার্থীদের অধিকার রক্ষা, ৫ অগাস্ট পরবর্তীতে উত্থাপিত ছাত্রদলের সব দাবি বাস্তবায়ন, সহাবস্থানমূলক ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার দাবি তুলে ধরেন।
এসএইচ জাহিদ/এনএইচআর/জিকেএস