জবি ছাত্রদল নেতা জুবায়েদ খুন, বিচার দাবিতে ঢাবিতে বিক্ষোভ মিছিল

2 hours ago 5

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী জুবায়েদ হোসেন খুনের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে সমাবেশ থেকে হত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রদল নেতারা।

রোববার (১৯ অক্টোবর) রাত ৯টায় বিক্ষোভ মিছিলটি ঢাবির টিএসসি থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসির ডাস চত্বরের পাশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এসময় ছাত্রদল নেতাকর্মীরা ‘আমার ভাই খুন কেন, ইন্টেরিম জবাব দে’; ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না’; ‘উই ওয়ান্ট উই ওয়ান্ট, জাস্টিস জাস্টিস’সহ নানান স্লোগান দেন।

সংক্ষিপ্ত সমাবেশে ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় ছাত্রদল নেতাকর্মীদের হত্যার ন্যারেটিভ তৈরি করা হয়েছে। বিভিন্ন সময়ে ছাত্রদলের বিভিন্ন মেধাবী শিক্ষার্থীরা হত্যার শিকার হয়েছেন। আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী শিক্ষার্থীকেও নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জুবায়েদ ছুরিকাঘাতে নিহত

তিনি বলেন, এই ইন্টেরিম সরকার দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, যার কারণে আজকে এমন একটি নৃশংস ঘটনা ঘটেছে। যদি অতিদ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার করা না হয়, তবে আমাদের আন্দোলন আরও বেগবান হবে।

এসময়, ডাকসুতে ছাত্রদলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান, ঢাবি শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন শাওনসহ অন্য নেতারা বৃউপস্থিত ছিলেন।

রোববার সন্ধ্যায় পুরান ঢাকায় টিউশনিতে যাওয়ার সময় ছুরিকাঘাতে জবি ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন খুন হয়েছেন। তিনি জবিস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতিরও সভাপতি ছিলেন।

এফএআর/এমকেআর

Read Entire Article