জুবায়েদ হত্যার বিচার দাবিতে তাঁতীবাজার মোড় অবরোধ শিক্ষার্থীদের

2 hours ago 6

পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় বিচার দাবিতে তাঁতীবাজার মোড় অবরোধ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (১৯ অক্টোবর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এরপর মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও রায়সাহেব বাজার হয়ে তাঁতীবাজার মোড়ে গিয়ে সড়ক অবরোধ করে।

এসময় শিক্ষার্থীরা ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’, ‘রাস্তাঘাটে ছাত্র মরে, প্রশাসন কী করে’সহ নানান স্লোগান দিতে থাকেন।

অবরোধে অংশ নেওয়া শাহিন নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ক্ষোভ জানিয়ে বলেন, ‘একটি তাজা প্রাণ এভাবে ঝরে গেল! কল্পনাও করতে পারি না। তাকে নিয়ে তার পরিবারের কত স্বপ্ন ছিল, সব শেষ হয়ে গেল। আমরা এর বিচার চাই।’

jagonews24

আরও পড়ুন
জবি ছাত্রদল নেতা জুবায়েদ খুন, বিচার দাবিতে ঢাবিতে বিক্ষোভ মিছিল

হাবিব নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘আমরা আমাদের ভাই হত্যার বিচার চাই। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইন অনুযায়ী বিচারের আওতায় আনতে হবে।’

এ হত্যাকাণ্ডের ঘটনায় এর আগে রাত ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে সমাবেশ থেকে হত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রদল নেতারা।

রোববার সন্ধ্যায় পুরান ঢাকায় টিউশনিতে যাওয়ার সময় ছুরিকাঘাতে জবি ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন খুন হন। তিনি জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

টিএইচকিউ/এমকেআর

Read Entire Article