আয়মান-মুনজেরিনের পর ‘লাল’ হলো টেন মিনিট স্কুলের প্রোফাইলও

1 month ago 12

কোটা সংস্কার আন্দোলনকারীদের কর্মসূচিতে বরাবর একাত্মতা জানিয়ে আসছেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক। তার স্ত্রী টেন মিনিট স্কুলের ইংরেজির শিক্ষক ও শিক্ষাবিষয়ক ভিডিও নির্মাতা মুনজেরিন শহীদও কোটা সংস্কারের পক্ষে অবস্থান নিয়ে বিভিন্ন সময়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন।

তরুণ-তরুণীদের মধ্যে তুমুল জনপ্রিয় এ জুটিকে অবশ্য কোটা সংস্কার আন্দোলনের পক্ষ নেওয়ায় তোপের মুখেও পড়তে হয়েছে। স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে টেন মিনিট স্কুলের জন্য যে ৫ কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব করা হয়েছিল, তা হঠাৎ বাতিল করা হয়েছে।

তারপরও কোটা সংস্কার আন্দোলনকারীদের পাশেই থেকেছেন আয়মান-মুনজেরিন দম্পতি। সবশেষ আন্দোলনকারীদের ঘোষিত ‘চোখে-মুখে লাল কাপড় বেঁধে ছবি অনলাইনে প্রচার’ কর্মসূচিতেও অংশ নিয়েছেন তারা। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজের প্রোফাইলের লাল ছবি দিয়ে অবস্থান স্পষ্ট করেছেন।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরের দিকে প্রথমে আয়মান সাদিক তার পেজের প্রোফাইলে লাল ছবি আপলোড করেন। তাতে দেখা যায়, টকটকে লাল ছবির মাঝখানে সোনালী রঙে আঁকা বাংলাদেশের মানচিত্র।

কিছুক্ষণ পরই মুনজেরিন শহীদের পেজের প্রোফাইলেও একই ছবি দেওয়া হয়। ঘণ্টাখানেক নিজেদের পেজের কভার ফটোও পুরোপুরি লাল রঙের করেন আয়মান-মুনজেরিন।

আরও পড়ুন:

এদিকে, কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করার পর টেন মিনিট স্কুলের পক্ষ থেকেও একাত্মতা জানানো হয়েছে। বিকেল সাড়ে ৩টার দিকে টেন স্কুলের অফিসিয়াল ফেসবুক পেজের প্রোফাইলেও লাল আপলোড করা হয়। তাতে মাঝখানে ইংরেজিতে ১০ লেখা রয়েছে। টেন মিনিট স্কুলের এ পেজের ফলোয়ার ৪৪ লাখের বেশি। পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তাতে ৬৮ হাজার মানুষ রিয়্যাক্ট দিয়েছেন।

অন্যদিকে, আয়মানের ৬৮ লাখ ফলোয়ারের পেজে দেওয়া লাল ছবির পোস্টে ১ লাখ ২৭ হাজার মানুষ রিয়্যাক্ট করেছেন। আর মুনজেরিনের পেজে ফলোয়ার সংখ্যা ৪৮ লাখ। তার লাল ছবির পোস্টে ১ লাখ ২৪ হাজার মানুষ রিয়্যাক্ট করেছে। মন্তব্যকারীরাও বেশিরভাগই তাদের প্রশংসা করেছেন।

গত ১৩ জুলাই কোটা সংস্কার আন্দোলনে সমর্থন দিয়ে নিজের ফেসবুক পেজে পোস্ট করেন আয়মান সাদিক। সেসময় তিনি লেখেন, ‘কোটা সংস্কার চাই। মেধা হোক সবচেয়ে বড় কোটা’।

এর একদিন পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। এ ঘটনারও প্রতিবাদ জানান আয়মান সাদিক।

১৫ জুলাই সোয়া ৬টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে হামলার প্রতিবাদ জানিয়ে স্ট্যাটাস দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর সাবেক এ শিক্ষার্থী। ঢাবির সাদা-কালো লোগোর ওপর ছোপ ছোপ রক্তের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে আয়মান লিখেছেন, ‘রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়! আমার ক্যাম্পাসে রক্ত কেন? প্রতিবাদ জানাই।’

তাছাড়া সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, কোটা আন্দোলন ২০১৮ সালে শুরু হয়েছিল। তখনও আমি প্রোপারলি (পুরোপুরি) সেই আন্দোলনকে সমর্থন জানিয়েছিলাম। মেধা হবে বাংলাদেশের সবচেয়ে বড় কোটা, এটাতে কোনো ডাউট (সন্দেহ) থাকা উচিত না।

আয়মানের এমন বক্তব্যের পরদিন অর্থাৎ, ১৬ জুলাই অনলাইনভিত্তিক জনপ্রিয় প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুলে ৫ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব বাতিল ঘোষণা করে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। সেদিন নিজের প্রোফাইলে পোস্ট দিয়ে তথ্যের সত্যতা নিশ্চিত করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

একই দিনে সচিবালয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রতিমন্ত্রী বলেছিলেন, কেউ যদি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কোনো মতামত বা অবস্থান নেয় অবশ্যই তা কঠোরভাবে দেখা হবে। আমাদের তো কথায় আছে, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য।

যদিও মঙ্গলবার (৩০ জুলাই) কম্পিউটার কাউন্সিলের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক ও শান্তিপূর্ণ ছিল।’

এএএইচ/এসএনআর/এমএস

Read Entire Article