আয়ারল্যান্ড সিরিজের স্পন্সর সেনোরা, যত টাকায় পেল

2 days ago 4
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড নারী দল। আগামী ২৭ নভেম্বর থেকে হতে যাওয়া আসন্ন এ সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে সেনোরা সঙ্গে পওয়ার্ড বাই হিসেবে থাকছে রুচি। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে স্পন্সরের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নারীদের সম্প্রতি অতীতে হয়ে যাওয়া সিরিজগুলোতে স্পন্সর দেখা যেতো না। নানা প্রতিবন্ধকতার কথা শোনাতো বিসিবি। কিন্তু বিসিবির কমিটিতে পরিবর্তনের পর দেখা মিলল ভিন্নতা। নারীদের সিরিজেও পৃষ্ঠপোষকতা করতে দেখা যাচ্ছে বিভিন্ন কোম্পানিকে। জানা গেছে, আসন্ন এ সিরিজে ৩০ লাখ টাকায় স্পন্সরশিপ পেয়েছে প্রতিষ্ঠানটি। যদিও আনুষ্ঠানিকভাবে আর্থিক অংকটা জানায়নি বিসিবি। তবে বোর্ডের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে৷ জানা গেছে, বিসিবির সবস্তরের টুর্নামেন্টেই স্পন্সরশিপ নিশ্চিতে কাজ করছেন তারা। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সেনোরা ও রুচিকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও পাশে পাওয়ার আশা ব্যক্ত করেছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। নারী ক্রিকেটের পাশে থাকার ব্যাপারে আশ্বাস দেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ডক্টর জেসমিন জামান। এ সময় নারী খেলোয়াড়দের ব্যক্তিগত পর্যায়ে স্পন্সরশিপ দেওয়ার ব্যাপারে কাজ করবেন তারা।
Read Entire Article