ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় আয়ারল্যান্ডে নিজেদের দূতাবাস বন্ধ করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। আইরিশ সরকারের ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি এবং গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকার মামলায় সমর্থন দেওয়াকে এই সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে তারা।
রোববার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সা'আর বলেছেন, আয়ারল্যান্ড সরকারের ‘চরম ইসরায়েলবিরোধী’ নীতির কারণে ডাবলিনে আমাদের দূতাবাস বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়ারল্যান্ড ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে প্রতিটি সীমা অতিক্রম করেছে। আমরা এমন দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করবো, যারা আমাদের স্বার্থ ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
আরও পড়ুন>>
- গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল: অ্যামনেস্টি
- গাজায় ১৭ হাজারের বেশি শিশুকে হত্যা করেছে ইসরায়েল
- একদিনে ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিলো ৩ দেশ
ইসরায়েলের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেন, এটি গভীরভাবে দুঃখজনক। আয়ারল্যান্ড কখনোই ইসরায়েলবিরোধী নয়। আমরা শান্তি, মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের পক্ষে। আয়ারল্যান্ড দ্বি-রাষ্ট্র সমাধান চায়, যেখানে ইসরায়েল ও ফিলিস্তিন শান্তি ও নিরাপত্তার সঙ্গে সহাবস্থান করবে। মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের পক্ষে আমাদের অবস্থান থেকে আমরা কখনো সরে দাঁড়াবো না।
আইরিশ জনগণের মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতার আন্দোলনকে তাদের নিজেদের ব্রিটিশ দখলদারত্ববিরোধী সংগ্রামের সঙ্গে তুলনা করার প্রবণতা রয়েছে। চলতি বছরের মে মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া তিনটি ইউরোপীয় দেশের একটি ছিল আয়ারল্যান্ড।
গত সপ্তাহে তারা গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলার প্রতি সমর্থনেরও ঘোষণা দিয়েছে।
গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত প্রায় ৪৪ হাজার ৯৭৬ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও অসংখ্য মানুষ।
ইসরায়েল এর আগে আয়ারল্যান্ড থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছিল। তবে ডাবলিনের দূতাবাস বন্ধ করার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা মলদোভায় নতুন একটি দূতাবাস চালুর পরিকল্পনা করছে।
সূত্র: আল-জাজিরা
কেএএ/