ইংল্যান্ডের সিরিজ জয়

3 months ago 65
ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার ৫ ম্যাচ টি-২০ সিরিজের প্রথম তিনটিতে জয় পেয়েছে সফরকারী ইংল্যান্ড। তৃতীয় ম্যাচে তিন উইকেটের জয় পেয়েছে তারা। ফলে দুই ম্যাচ বাকি রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছেন বাটলাররা। টস জিতে ফিল্ডিং নেন বাটলার। শুরুতেই স্বাগতিকদের চাপে রাখে সফরকারী বোলাররা। এভিন লুইস, শাইপ হোপ, পুরান ও হেটমায়ার কেউই সুবিধা করতে পারেননি। অধিনায়ক রোভমান পাওয়েল এবং রোমারিও শেপার্ডের ৭৩ রানের জুটিতে ম্যাচে ফেরে স্বাগতিকরা। পাওয়েলের ৫৪, শেপার্ডের ৩০ ও আলজারি জোসেফের ১৯ রানে ২০ ওভারে তাদের সংগ্রহ ৮ উইকেটে ১৪৪ রান। সাকিব মাহমুদ ও জ্যামি ওভারটন ৩টি করে উইকেট নেন। জবাবে শুরুতেই ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে
Read Entire Article