ইইউর পররাষ্ট্রনীতি প্রধানের সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর ফোনালাপ

3 months ago 59

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি প্রধানের সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর ফোনালাপ হয়েছে। শনিবার (১০ মে) মধ্যরাতে এক্স-বার্তায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় (এফও) এ তথ্য জানায়। 

এক্স-পোস্টে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা ক্যালাস পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। 

বলা হয়, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক উচ্চ প্রতিনিধি কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা ক্যালাসের সঙ্গে কথা বলেছেন। কাজা পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি সমঝোতাকে স্বাগত জানান।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসহাক দার এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং সংলাপ গড়ে তোলার জন্য পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা ও সামরিক সংঘর্ষের পরিপ্রেক্ষিতে শনিবার (১০ মে) উভয় দেশ একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়। এ চুক্তি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পন্ন হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় দেশের নেতাদের সঙ্গে আলোচনা করে এই সমঝোতা নিশ্চিত করেন।

যুদ্ধবিরতির ঘোষণার পরও, কাশ্মীর অঞ্চলে সংঘর্ষের খবর পাওয়া গেছে। ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে, অন্যদিকে পাকিস্তান ভারতের বিরুদ্ধে একই অভিযোগ করেছে।

আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে চীন, কাতার ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এ যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন এবং উভয় দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।

Read Entire Article