ইউআইইউতে ‘ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

2 weeks ago 9

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউআইইউর ইনস্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স (আইআইবিএফই) এবং প্রাইম ব্যাংক পিএলসি যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম আনোয়ার চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংক পরিসংখ্যান বিভাগের পরিচালক ড. মুহাম্মদ আমির হোসেন। সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের সহযোগী অধ্যাপক ড. মো. মাহাব্বত হোসেন, প্রাইম ব্যাংক পিএলসির ইসলামিক ব্যাংকিং প্রধান সৈয়দ ইবনে শারিয়ার এবং পিআরএলের নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির সাবেক প্রধান জুলকারনাইন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইউআইইউর ইনস্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্সের (আইআইবিএফই) পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ ওমর ফারুক।

ইউআইইউর উপাচার্য বলেন, বাংলাদেশের অর্থনীতির সঙ্গে ইসলামিক ফাইন্যান্স ইকোসিস্টেমের শক্তিশালী সম্পর্ক রয়েছে। এছাড়াও তিনি ইসলামিক ফাইন্যান্স শিল্পের জন্য একাডেমিক সহায়তার ব্যবধান মেটাতে ইউআইইউর ইনস্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স (আইআইবিএফই) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

কর্মশালায় অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে ১০০-এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মশালায় বিগত পঞ্চাশ বছরের ইসলামিক ব্যাংকিং এবং ফাইন্যান্সের ইতিহাস, ১৯৭৫ সালে প্রথম পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক, দুবাই ইসলামিক ব্যাংকের সূচনা থেকে শুরু করে ১৯৮০-এর দশকের শুরু থেকে ইসলামী ব্যাংকিং এবং বাংলাদেশি প্রেক্ষাপটের বিকাশ, শরিয়াহ সম্পর্কে ধারণা ও প্রয়োগ, বিভিন্ন শরিয়াহসম্মত মোড ও পণ্য, প্রাইম ব্যাংকের হাসানা লাইন অফ প্রোডাক্ট এবং শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ারের সুযোগ এবং প্রয়োজনীয় প্রাসঙ্গিক নানা বিষয় শিক্ষার্থীদের মাঝে তুলে ধরা হয়।

কর্মশালাটি সম্মানিত বক্তাদের সমন্বিত প্যানেল আলোচনার মাধ্যমে সমাপ্ত হয়। ইউআইইউর অর্থনীতি বিভাগের ছাত্র আবির হাসান জিসান প্যানেল আলোচনায় তার মূল্যবান অবদানের জন্য বিশেষভাবে স্বীকৃতি প্রদান ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, শিক্ষাবিদ, শিক্ষার্থী, গবেষক এবং অন্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

Read Entire Article