ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানতে বসবেন ট্রাম্প-পুতিন

2 days ago 9
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপ ছিল খুবই ভালো এবং অত্যন্ত ফলপ্রসূ। উভয় নেতা আগামী সপ্তাহে উচ্চস্তরের আলোচনার জন্য সম্মত হয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে।   হোয়াইট হাউসের এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে,দুপক্ষ একটি সম্ভাব্য মুখোমুখি সাক্ষাৎ অনুষ্ঠিত করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এটি বুদাপেস্টে হওয়ার কথা রয়েছে। তবে তারিখ এখনও নির্ধারিত হয়নি। ফোনালাপের পর ট্রাম্প জানান, তিনি বিশ্বাস করেন যে মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অগ্রগতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তির জন্য আলোচনা শুরু করতে সহায়তা করবে। তিনি আরও উল্লেখ করেন, যুদ্ধোত্তর বাণিজ্য সম্পর্ক নিয়েও আলোচনা হবে। দুই দেশই পরবর্তী সপ্তাহে শীর্ষ পর্যায়ের উপদেষ্টাদের পাঠাবে। আমেরিকার প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী মারকো রুবিও। ট্রাম্প জানান, পুতিন তাকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টায় তার ভূমিকার জন্য অভিনন্দন জানিয়েছেন।  ট্রাম্প বলেন, আমি বিশ্বাস করি, ফোনালাপটি বাস্তব অগ্রগতি সৃষ্টির একটি সূচনা। তিনি আরও যোগ করেন, পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার মাধ্যমে এই কলঙ্কজনক যুদ্ধ শেষ করার বিকল্প অন্বেষণ করবেন। মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি শুক্রবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে তারা পুতিনের সঙ্গে আলোচনার বিষয়টি নিয়ে কথা বলবেন। একইসঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা করবেন। সূত্র : শাফাক নিউজ
Read Entire Article