ইউক্রেনে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

3 months ago 51
ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (১৬ মে) সকালে ইউক্রেন বিমানবাহিনী এ তথ্য জানিয়েছে।  ইউক্রেনের বিমানবাহিনীর বরাতে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার সকালে একটি এফ-১৬ যুদ্ধবিমানে অস্বাভাবিক ঘটনা ঘটেছে। এরপর এটি বিধ্বস্ত হয়েছে। তবে এ ঘটনার পর পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। বিমানবাহিনী টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানে একটি অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়। পাইলট বিমানটিকে জনবসতি থেকে দূরে সরিয়ে নিয়ে যান। এরপর তিনি নিরাপদে (ইজেক্ট) বের হয়ে আসেন।   বিবৃতিতে আরও বলা হয়, পাইলটের শারীরিক অবস্থা ভালো রয়েছে। বিমানবাহিনী জানিয়েছে, প্রাথমিকভাবে এ দুর্ঘটনা রাশিয়ার হামলার কারণে ঘটেনি বলে মনে হচ্ছে। ঘটনার সব দিক তদন্তের জন্য একটি কমিশন গঠন করা হয়েছে। রয়টার্স জানিয়েছে, এটি ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার দ্বিতীয় ঘটনা। গত বছর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অনুমোদিত কর্মসূচির আওতায় ইউক্রেন মার্কিন মিত্রদের কাছ থেকে এই যুদ্ধবিমান পেতে শুরু করে। গত বছরের আগস্ট মাসে রাশিয়ার একটি বড় বিমান হামলা প্রতিহত করার সময় আরেকটি এফ-১৬ বিধ্বস্ত হয় এবং সে ঘটনায় পাইলট নিহত হন।
Read Entire Article