ইউজিসি ঘেরাও করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ

2 weeks ago 11

স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নসহ চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউজিসি কার্যালয়ের সামনে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে স্লোগান দিতে দেখা যায় তাদের।

শিক্ষার্থীরা জানান, স্থায়ী ক্যাম্পাস চালুসহ যৌক্তিক দাবি আদায়ে ২৭ আগস্ট থেকে তারা আন্দোলন শুরু করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সে সময় আশ্বস্ত করেছিল, আগামী ১ জানুয়ারি থেকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় তাদের স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হবে। কিন্তু এখন পর্যন্ত নতুন ক্যাম্পাস নির্মাণের কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। একটি ইটও গাঁথা হয়নি।

তারা আরও বলেন, তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। তারা চান বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন তাদের প্রতিশ্রুতি রক্ষা করে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে আর কোনো অনিশ্চয়তা তৈরি না করে।

jagonews24

শনিবার (২১ ডিসেম্বর) নানান দুর্নীতি-অনিয়মের কারণে স্থায়ী ক্যাম্পাসে যেতে না পারাসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার সকাল থেকে তারা রাজধানীর বনানী এলাকার কামাল আতাতুর্ক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এ সময় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির নানান অনিয়ম রোধ এবং অযোগ্য কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার দাবি জানান।

পদত্যাগপত্রে উপাচার্য অধ্যাপক শুভময় দত্ত উল্লেখ করেছেন, ‘শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করলাম।’

এএএইচ/এমআরএম

Read Entire Article