ইউজিসির সদস্য হলেন বুয়েটের অধ্যাপক সাইদুর রহমান

2 weeks ago 15

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক ড. মো. সাইদুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সায়েন্স অ্যা ন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক।

রোববার (৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শাহীনুর ইসলাসের সই করা প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অধ্যাপক সাইদুর রহমানকে পূর্ণকালীন সদস্য করা হয়েছে। যোগদানের তারিখ থেকে তার মেয়াদকাল হবে চার বছর। তবে সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবে।

কমিশনের বিধি অনুযায়ী তিনি অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। তাছাড়া বুয়েটে যে পদে তিনি ছিলেন, সেখানে যে বেতন-ভাতা পেতেন এখানে সেটাই প্রাপ্য হবেন।

এএএইচ/জেএইচ/জিকেএস

Read Entire Article