ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে স্বাস্থ্য বিষয়ক সম্মেলন

2 weeks ago 12

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ফার্মেসি বিভাগ ‘টেকসই উন্নয়নের জন্য ফার্মাসিউটিক্যাল এবং স্বাস্থ্য বিজ্ঞানের অগ্রগতি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনটিতে ১০টি দেশের বিশিষ্ট বক্তা অংশগ্রহণ করবেন।

সম্মেলনটি উদ্বোধন করেন ইউএপির স্কুল অব মেডিসিনের ডিন অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া। তিনি বলেন, আমরা দশটি দেশের বিশেষজ্ঞদের সঙ্গে গতিশীল আলোচনা এবং ধারণার আদান-প্রদান করার জন্য উন্মুখ, যারা এই সম্মেলনের বৈশ্বিক গুরুত্বকে তুলে ধরবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। সম্মেলনটির সহ-আয়োজকের দায়িত্বে আছে ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটি সুমাতার উতারা এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান।

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে স্বাস্থ্য বিষয়ক সম্মেলন

ইউএপি এর উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান স্বাস্থ্যসেবার উন্নয়নে আন্তর্জাতিক অংশীদারত্বের গুরুত্ব তুলে ধরেন এবং এই সম্মেলন সফলভাবে আয়োজনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

সম্মেলনে উপস্থিত ছিলেন ফার্মেসি কাউন্সিলের সদস্য মো. নাসের শাহরিয়ার জাহেদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান ড. সামিনা আহমেদ, অধ্যাপক ড. আইরিন দেওয়ান, ড. শিহাব উদ্দিন আহমেদ এবং ফার্মেসি কাউন্সিল অফ বাংলাদেশের সচিব মুহাম্মদ মাহবুবুল হক ।

সম্মেলনে প্ল্যানারি বক্তা, আমন্ত্রিত বক্তা, পোস্টার উপস্থাপক এবং মৌখিক উপস্থাপকরা বিভিন্ন গবেষণাপত্র উপস্থাপন ও প্লেনারি সেশনে অংশগ্রহণ করেন।

আগামী ৭ ডিসেম্বর রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পুরস্কার বিতরণী এবং গালা অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনটি শেষ হবে।

এএএইচ/এসআইটি/এএসএম

Read Entire Article