ইউনিভার্সেল মেডিকেল কলেজে নিউট্রিশন ক্লাব প্রতিষ্ঠিত

1 month ago 28
বিআইআইডি ফাউন্ডেশন এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ রিসার্চ সেন্টার (ইউএমসিআরসি) সমাজে পুষ্টির অবস্থার উন্নতির লক্ষ্যে যুবকদের অংশগ্রহণে সহযোগিতা করার জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। সমঝোতা স্মারকের অধীনে একটি পুষ্টি ক্লাব প্রতিষ্ঠিত হবে এবং এর মাধ্যমে বিভিন্ন সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা, গবেষণা ও স্বাস্থ্যকর জীবনধারা প্রচার করবে। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী এবং বিআইআইডি ফাউন্ডেশন সিইও মো. শহীদ উদ্দিন আকবর অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন এবং অপুষ্টি মোকাবিলায় নেতৃত্ব দেওয়ার এবং কিশোর ও যুবকদের মধ্যে স্বাস্থ্যকর জীবনধারা নিশ্চিত করার জন্য যুবকদের গুরুত্ব তুলে ধরেন। ইউনিভার্সেল মেডিকেল কলেজ রিসার্চ সেন্টারের গবেষণা প্রধান অধ্যাপক এস এম শামসুজ্জামানের তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিভার্সেল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. উত্তম কুমার পাল ও ইউনিভার্সেল নার্সিং কলেজের অধ্যক্ষ মাহেনুর বেগম। অনুষ্ঠানটি সমন্বয় করেন বিআইআইডি ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার ডাক্তার জান্নাতুল মীম ও ফারজানা হুদা। অনুষ্ঠানে ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও ইউনিভার্সেল নার্সিং কলেজের অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
Read Entire Article