ইউরোপ এখন ইউক্রেন যুদ্ধ থামাতে বাধা দিচ্ছে, অভিযোগ পুতিনের

ইউক্রেন সংকটকে ঘিরে ইউরোপের অবস্থানকে যুদ্ধমুখী আখ্যা দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউরোপ যদি যুদ্ধ শুরু করে, তবে রাশিয়া প্রস্তুত আছে। মঙ্গলবার ক্রেমলিনে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠকের আগে তিনি এ মন্তব্য করেন। পুতিন অভিযোগ করেন, ইউরোপ এখন ইউক্রেন যুদ্ধের শান্তি-চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় বাধা দিচ্ছে। মার্কিন প্রস্তাবগুলো এগিয়ে নেওয়ার বদলে তা ব্যাহত করছে। পুতিন বলেন, ইউরোপীয় ইউনিয়ন এখন এমনভাবে আচরণ করছে যেন তারা রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করতে চায়। তিনি বলেন, আমরা ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে চাই না। কিন্তু যদি ইউরোপ যুদ্ধ শুরু করে, আমরা প্রস্তুত। রুশ প্রেসিডেন্ট অভিযোগ করেন, কেউ ইউরোপকে শান্তি-আলোচনা থেকে দূরে যেতে বলেনি; বরং ইউরোপ নিজেরাই রাশিয়ার সঙ্গে যোগাযোগ বন্ধ করেছে।  এছাড়া ইউক্রেনকে সহায়তা করা দেশগুলোর জাহাজ যদি রাশিয়ার বিরুদ্ধে সমুদ্রদস্যুতা চালায়, তবে রাশিয়া পাল্টা ব্যবস্থা নিতে পারে বলেও সতর্ক করেন তিনি। পুতিন বলেন, এমন পরিস্থিতি চলতে থাকলে রাশিয়া ইউক্রেনকে সম্পূর্ণভাবে সাগরপথ থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে। এদিকে, ইউক্রেনের প

ইউরোপ এখন ইউক্রেন যুদ্ধ থামাতে বাধা দিচ্ছে, অভিযোগ পুতিনের

ইউক্রেন সংকটকে ঘিরে ইউরোপের অবস্থানকে যুদ্ধমুখী আখ্যা দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউরোপ যদি যুদ্ধ শুরু করে, তবে রাশিয়া প্রস্তুত আছে। মঙ্গলবার ক্রেমলিনে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠকের আগে তিনি এ মন্তব্য করেন।

পুতিন অভিযোগ করেন, ইউরোপ এখন ইউক্রেন যুদ্ধের শান্তি-চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় বাধা দিচ্ছে। মার্কিন প্রস্তাবগুলো এগিয়ে নেওয়ার বদলে তা ব্যাহত করছে।

পুতিন বলেন, ইউরোপীয় ইউনিয়ন এখন এমনভাবে আচরণ করছে যেন তারা রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করতে চায়। তিনি বলেন, আমরা ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে চাই না। কিন্তু যদি ইউরোপ যুদ্ধ শুরু করে, আমরা প্রস্তুত।

রুশ প্রেসিডেন্ট অভিযোগ করেন, কেউ ইউরোপকে শান্তি-আলোচনা থেকে দূরে যেতে বলেনি; বরং ইউরোপ নিজেরাই রাশিয়ার সঙ্গে যোগাযোগ বন্ধ করেছে। 

এছাড়া ইউক্রেনকে সহায়তা করা দেশগুলোর জাহাজ যদি রাশিয়ার বিরুদ্ধে সমুদ্রদস্যুতা চালায়, তবে রাশিয়া পাল্টা ব্যবস্থা নিতে পারে বলেও সতর্ক করেন তিনি। পুতিন বলেন, এমন পরিস্থিতি চলতে থাকলে রাশিয়া ইউক্রেনকে সম্পূর্ণভাবে সাগরপথ থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ভবিষ্যৎ শান্তি অবশ্যই টেকসই ও স্থায়ী হতে হবে। অন্যদিকে, হোয়াইট হাউস জানিয়েছে তারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে অত্যন্ত আশাবাদী। সূত্র : শাফাক নিউজ
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow