ইউরোর মাঝপথে হঠাৎ দেশে ফিরে গেলেন ফোডেন

4 months ago 31

সময়টা ভালো যাচ্ছে না ইংল্যান্ড ফুটবল দলের। ইউরোতে অপরাজিত থেকে তিন ম্যাচের একটিতে জয় ও দুটিতে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে গ্যারাথ সাউথগেটের দল। কিন্তু খেলা দিয়ে মন ভরাতে পারেনি তারা। এবার নতুন করে সমস্যার উদ্রেক হলো দলটির আক্রমণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ফিল ফোডেনের হঠাৎ দেশে ফিরে যাওয়া।

বুধবার অনুশীলন ক্যাম্প ছেড়ে হঠাৎই দেশের উদ্দেশ্যে রওয়ানা দেন এই ম্যান সিটি তারকা। এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে গ্রুপ পর্বে তিনটি ম্যাচেই প্রথম একাদশে ছিলেন ফোডেন। কিন্তু কোনো গোল বা এসিস্ট করতে পারেননি।

ফোডেনের দেশে ফিরে যাওয়ার ব্যাপারে ইংলিশ এফএ এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, ‘ফিল ফোডেন সাময়িক সময়ের জন্য জাতীয় দল ছেড়েছে এবং যুক্তরাজ্যে পারিবারিক কারণে ফিরে গেছে।’

তবে কী ধরনের পারিবারিক কারণে ইউরোর মত টুর্নামেন্ট ছেড়ে ফোডেনকে ফিরে যেতে হলো, সেটি নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি এফএ'এর পক্ষ থেকে। এখন পর্যন্ত শেষ ষোলোর প্রতিপক্ষ নিশ্চিত হয়নি ইংলিশদের।

আরআর/এমএমআর

Read Entire Article