ইউসিটিসিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান

3 weeks ago 22

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগংয়ের (ইউসিটিসি) ‘অটাম-২০২৫’ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে নবীনবরণের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা, শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। 

শুক্রবার (২৯ আগস্ট) চট্টগ্রাম সিনিয়র্স ক্লাব লিমিটেড হলে এ ওরিয়েন্টেশন আয়োজন করা হয়। 

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান। উপাচার্য অধ্যাপক ড. মো. জাহিদ হোসেন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুয়েটের মেকানিক্যাল প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার, ইউসিটিসির পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. নুরুল আবছার, রেজিস্ট্রার সালাউদ্দিন আহমেদ, পরিচালক (অর্থ) আব্দুল কাদের তালুকদার, ব্যবসায় প্রশাসন বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. তৈয়ব চৌধুরী, অধ্যাপক মো. বজলুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার আবু জাবেদ, স্টুডেন্ট অ্যাফেয়ার্স পরিচালক এসএম শহিদুল আলম এবং মার্কেটিং অ্যান্ড অ্যাডমিশন বিভাগের প্রধান অভিমান ঘোষ দস্তিদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসমাইল বিন আজিজ।

বক্তারা তাদের বক্তব্যে ইউসিটিসির শিক্ষা কার্যক্রম ও ভিশনের প্রশংসা করে বলেন, উদ্যোক্তা, শিক্ষক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়টি দ্রুতই এ অঞ্চলের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হয়ে উঠছে।

Read Entire Article