ইজতেমা মাঠে সংঘর্ষ: সৈয়দ ওয়াসিফুলের জামিন আবেদন

2 weeks ago 15

গাজীপু‌রের টঙ্গী‌তে বিশ্ব ইজতেমা মাঠে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের মধ্যে সম্প্রতি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলায় সৈয়দ ওয়াসিফুল ইসলাম ও আব্দুল্লাহ মনসুর আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তাদের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী শাহিন হাওলাদার।

এর আগে গত মঙ্গলবার দিনগত রাতে ইজতেমা ময়দানে মাওলানা জুবায়ের অনুসারীদের সঙ্গে মাওলানা সাদ অনুসারীদের সংঘর্ষ হয়। এতে তিনজন নিহতের ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলানা সাদ কান্ধলভী অনুসারী ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকশ জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা করা হয়। মাওলানা জুবায়ের অনুসারী এস এম আলম নামের এক ব্যক্তি এ মামলা করেন।

ওই দিনের সংঘাতের পর ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে সব ধরনের সভা-সমাবেশ, অবস্থান, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে মহানগর পুলিশ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। ইজতেমা ময়দান বর্তমানে প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।

এফএইচ/কেএসআর/জিকেএস

Read Entire Article