টঙ্গীর ইজতেমা মাঠে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ৮ জনকে ভর্তি দেওয়া হয়েছে।
তারা হলেন, মোহাম্মদ ফয়সাল (১৮), আব্দুল হান্নান(৬০), মোহাম্মদ নুরুল ইসলাম (৪২), মো. সিয়াম(২৪ ), মো. রিশাদ (৩০), মো. মোজাম্মেল হোসেন (১৯)। তাদের অনেকেই মাথায় ও হাতে পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন।
- আরও পড়ুন>>>
ইজতেমা ময়দানে সংঘর্ষে আহত ৪০ জন ঢামেকে
তাদের নিউরোসার্জারি ওয়ার্ড ও অর্থোপেডিকসহ বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজন অজ্ঞাতপরিচয় (৫০) ব্যক্তি রয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন চিকিৎসকরা।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টঙ্গীতে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪০ জনকে ঢামেকে নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও আটজনকে ভর্তি দেওয়া হয়েছে।
কাজী আল-আমিন/এসআইটি/জেআইএম