ইজতেমায় আরও দুই মুসল্লির মৃত্যু

3 hours ago 5
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন সিরাজগঞ্জের এবং অন্যজন জয়পুরহাটের বাসিন্দা। এ নিয়ে প্রথম পর্বের দুই ধাপে মোট ৯ মুসল্লির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার শাহবাজপুর গ্রামের গফুর আলী সরকারের ছেলে সুজাবত আলী সরকার (৭৫) ও জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী এলাকার মো. সামসুল আলম (৬০)।  বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাতে প্রথম সিরাজগঞ্জের বাসিন্দা সুজবত আলী মারা যান, এরপর রাত ২টার দিকে জয়পুরহাটের বাসিন্দা সামসুল আলম মারা যান। তারা দুজনই বয়স্কজনিত কারণে মারা গেছেন। এর আগে প্রথম পর্বের প্রথম ধাপে পাঁচজন ও দ্বিতীয় ধাপে চারজনের মৃত্যু হলো। ইজতেমায় আসা মুসল্লিদের স্বাভাবিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে এসব মৃত্যু হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। উল্লেখ্য, টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে দ্বিতীয় ধাপ সোমবার সকালে আমবয়ানের মধ্যে দিয়ে শুরু হয়। বুধবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তাবলিগ জামাতের এই বৃহৎ ধর্মীয় সমাবেশ।
Read Entire Article