যশোরের কেশবপুরে লিফলেট বিতরণের সময় আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে কেশবপুর উপজেলার বাঁশবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- বাঁশবাড়িয়া গ্রামের রশিদ মোড়লের ছেলে ছাত্রলীগ কর্মী সুজন হোসেন (২৩) এবং একই গ্রামের মৃত হজরত আলীর ছেলে ও আওয়ামী লীগ কর্মী আলী হোসেন (৪২)।
চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামান জানান, রাত ৯টার দিকে আট-দশ জনের একদল ব্যক্তি বাঁশবাড়িয়া বাজারে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করছিলেন। এ খবর জানতে পেরে চিংড়া বাজার ক্যাম্পের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুজন ও আলী হোসেনকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যান।
এএসআই কামরুজ্জামান বলেন, আটকের পরপরই দুজন ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ওঠে। সে সময় বাজারের কয়েকশ মানুষ সেখানে জড়ো হন। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।