ইজি বাংলা লিমিটেডের দাপুটে পারফরম্যান্স

1 day ago 2
ঢাকার লেকপরী স্পোর্টস গ্রাউন্ডে অনুষ্ঠিত সুরক্ষিত ১০০ বল অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-এর তৃতীয় দিনে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে মঙ্গলবার (১৯ নভেম্বর) ইজি বাংলা লিমিটেড দুটি ম্যাচেই জয় তুলে নিয়েছে।  প্রথম ম্যাচ: নাটোর ফিউচার স্টারসের বিপক্ষে ৭০ রানে জয়  প্রথম ম্যাচে ইজি বাংলা লিমিটেড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ১০০ বলে ৯ উইকেট হারিয়ে তারা ১২৭ রান করে। দলের অধিনায়ক হৃদয় দুর্দান্ত ইনিংস খেলেন, মাত্র ২২ বলে ৪৪ রান করেন। শিপনের ১৮ রান ও জুবায়েরের ১৭ রানের ইনিংস দলকে প্রতিযোগিতামূলক স্কোর গড়তে সহায়তা করে।  জবাবে, নাটোর ফিউচার স্টারসের ব্যাটিং লাইনআপ পুরোপুরি ধসে পড়ে। মাত্র ৯৩ বলে ৫৭ রানে অলআউট হয়ে যায় তারা। হৃদয় এবং করিমুল ইসলাম উভয়েই ৩টি করে উইকেট নেন, যা জয়ের মূল ভিত্তি গড়ে দেয়।  দ্বিতীয় ম্যাচ: তুরাগ ক্রিকেট একাডেমির বিপক্ষে ৮ উইকেটে সহজ জয়  পরবর্তী ম্যাচে তুরাগ ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করে ১০০ বলে ১১০ রান সংগ্রহ করে। তাদের ব্যাটিং লাইনআপে রিয়াদের ১৮ রানের ঝড়ো ইনিংস ও সুনজিদের অপরাজিত ২৩ রান উল্লেখযোগ্য ছিল। ইজি বাংলার বোলার শিপন ও নাশিত ২টি করে উইকেট নিয়ে তাদের রান আটকে রাখেন।  ইজি বাংলা লিমিটেডের জবাব ছিল আরও শক্তিশালী। নাশিত মুস্তাকিম ফাহিমের অপরাজিত ৫২ রানের ইনিংস এবং অধিনায়ক হৃদয়ের ৩৩ রান দলকে সহজেই ৬২ বলে ১১৫ রান তুলে জয়ের পথে নিয়ে যায়।  সেরা পারফরমার  - **ব্যাটিং:** নাশিত মুস্তাকিম ফাহিম (৫২ রান, ৩৬ বল) এবং হৃদয় (৪৪ রান, ২২ বল)  - **বোলিং:** হৃদয় (৩ উইকেট, ২০ বল) এবং করিমুল ইসলাম (৩ উইকেট, ১৮ বল)।  ইজি বাংলা লিমিটেডের টানা দুই জয়ে তারা টুর্নামেন্টে শক্ত অবস্থান তৈরি করেছে। হৃদয় ও নাশিতের অসাধারণ পারফরম্যান্স দলকে চমৎকারভাবে নেতৃত্ব দিয়েছে।
Read Entire Article