জমিসংক্রান্ত বিরোধে চিত্রনায়িকা দিতির বাড়িতে হামলা

6 hours ago 6
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমিসংক্রান্ত বিরোধের জেরে চিত্রনায়িকা দিতির বাড়িতে হামলা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সোনারগাঁ পৌরসভার দিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়া ও দিতির ভাই টিপু সুলতানের স্ত্রী শারমিন প্রীতি। দিতির ভাই আনোয়ার হোসেন জানান, শনিবার দুপুরে আমার ছোট ভাইয়ের স্ত্রী শারমিন প্রীতি স্থানীয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দীন, সোহেল, জাহাঙ্গীরসহ গণ্যমান্য ব্যক্তিরা আমাদের বাড়ি সার্ভে করে জোরপূর্বক পিলার বসায়। এ সময় আমরা বাধা দিলে বিএনপি নেতাদের সহযোগিতায় আমার ছোট ভাইয়ের স্ত্রী শারমিন প্রীতি ও তার সঙ্গীয় বাহিনী আমার বোন দিতির মেয়ে লামিয়ার ওপর এবং আমাদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে আহত করে এবং লামিয়ার গাড়ি ভাঙচুর করে। এ সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রাণ বাঁচাতে লামিয়া গাড়ি নিয়ে চলে যায়। শারমিন প্রীতি উল্টো অভিযোগ করে বলেন, দীর্ঘ ৭ বছর আগে আমার স্বামী টিপু মারা যাওয়ার পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন আমাকে ও আমার প্রতিবন্ধী শিশুকে সম্পত্তির ওয়ারিশ অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। আজকে পূর্বনির্ধারিত সময়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বাড়িতে বসে আমার জমি মেপে দেওয়ার সময় চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়া ও তার সহযোগীরা আমার ওপর হামলা করে। এখানে বিএনপি নেতারা শুধু ন্যায়বিচার করার জন্য গিয়েছেন। কোনো জমি দখলের জন্য যাননি। এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, আমি সেখানে কোনো দলীয় পরিচয়ে নয়; স্থানীয় বাসিন্দা হিসেবে গিয়েছিলাম। অন্যান্য বিএনপির নেতাকর্মীরা আমার বাসায় ছিল। নায়িকা দিতির মেয়ে লামিয়া নাকি শেখ হাসিনার পরিবারের শেখ মারুফকে সাথে নিয়ে সোনারগাঁ আসছে। এমন খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে এসেছে। কোনো জমি দখলের সঙ্গে আমরা কেউ জড়িত নেই। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ বারী জানান, এই ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন আমাকে ফোনে জানায়, ওই এলাকায় জমিসংক্রান্ত বিষয়ে ঝামেলা হয়েছে। পরে ঘটনাস্থলে আমি পুলিশ পাঠিয়েছি। পরে শুনতে পেলাম বিষয়টি চিত্রনায়িকা দিতির পারিবারিক।  
Read Entire Article