বিদেশি পিস্তলসহ ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

5 hours ago 6
চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকা থেকে কোতোয়ালি থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। কোতোয়ালি থানার ওসি মো. আব্দুল করিম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার দুজন হলেন- মনসুর আলী ও ইমরান আলী মাসুদ। তারা নগরীর সরকারি সিটি কলেজ ও ইসলামিয়া কলেজকেন্দ্রিক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। ওসি আব্দুল করিম বলেন, দুজনকে দুটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একটিতে পাঁচ রাউন্ড, আরেকটি চার রাউন্ড গুলি লোড করা ছিল। তারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানতে পেরেছি। নিশ্চিত হতে যাচাই-বাছাই করা হচ্ছে।
Read Entire Article